বিনোদন

‘কারার ওই লৌহ কপাট’ গানের অবমাননার প্রতিবাদ, কলকাতায় পথে শিল্পীরা

A R RahmanA R Rahman

 

নজরুলগীতির সুর বিকৃত করার অভিযোগে সমালোচনায় বিদ্ধ হয়েছেন সুরকার এ আর রহমান। এবার কলকাতায় নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটির অবমাননার প্রতিবাদে সামিল হতে তলেছেন শিল্পীরা।

 ‘বিগত কয়েক দিন ধরে ‘কারার ওই লৌহ কপাট’ গানটি নিয়ে জোর বিতর্ক চলছে। নজরুলগীতির সুর বিকৃত করার অভিযোগে সমালোচনায় বিদ্ধ হয়েছেন সুরকার এ আর রহমান। ইতিমধ্যে সেই বিতর্ক উস্কে দিয়েছেন নজরুল ইসলামের নাতনি তথা প্রয়াত সঙ্গীতশিল্পী কল্যাণী কাজীর কন্যা অনিন্দিতা কাজি। মূল গানের স্বত্ব হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। গানটি নিয়ে জল গড়িয়েছে রাজনীতির ময়দানেও। এবার কলকাতায় নজরুল ইসলামের গানের অবমাননার প্রতিবাদে সামিল হতে চলেছেন শিল্পীরা।

এ আর রহমানের ‘কারার ওই লৌহ কপাট গানটি’র খোলনলচে বদলে দেওয়ার অভিযোগে আপাতত চূড়ান্ত বিরক্ত বাঙালিদের একাংশ। সেই প্রেক্ষিতেই কলকাতায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে হেরিটেজ বেঙ্গল। সোমবার সাদার্ন অ‌্যাভিনিউয়ে নজরুল মঞ্চের টিকিট কাউন্টারের সামনে হবে জমায়েত। দুপুর আড়াইটে নাগাদ সেখানেই নজরুল মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শুরু হবে প্রতিবাদ সভা।

সংগঠনের তরফে জানানো হয়েছে, শিল্পীরা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি গাইবেন। তবে তা এআর রহমানের সুরে নয়, প্রকৃত গানটি যেমন সেভাবেই গাওয়া হবে। সভায় বক্তব‌্য রাখবেন হেরিটেজ বেঙ্গলের কার্যনির্বাহী সভাপতি হিরণলাল মজুমদার, সভাপতি পার্থ চন্দ।

ইতিমধ্যেই বাংলা গানের একাধিক শিল্পী রহমানের গানের বিরোধিতা করেছেন। রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র প্রত্যেকেই এই সুর মেনে নিতে পারেননি। নিরপেক্ষভাবে গানটি শোনা হলেও গানের সুর মোটেও পছন্দ হয়নি অনেকেরই। অভিযোগ, মূল গানটির মধ্যে যে প্রতিবাদী সুর মানুষের কানে বসে গিয়েছে, সেটি কোনোভাবে রহমানের গান সমমর্যাদা দিতে পারেনি

 অন্যদিকে,  গানটির আধুনিক সংস্করণ নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। রবিবার কুণাল তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, কারার ওই লৌহকপাট গানটির এই বিকৃতি মানা যায় না। সুরকার যত প্রতিষ্ঠিতই হন না কেন। সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতাদের গানটিকে অবিলম্বে সরানোর দাবি তোলেন কুণাল।

 

Related posts

বলিউডে পা দিয়েই বাড়ি কিনলেন অনন্যা পান্ডে !

Megh Bristy

পরস্পর জটিল হচ্ছে চমক-আরশের সম্পর্ক

Rishita Rupa

অষ্টম ব্যালন ডি’অর ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

Samar Khan

Leave a Comment