টেক নিউজতথ্যপ্রযুক্তিসর্বশেষ

যেভাবে পিন নম্বর পাল্টাবেন গুগল পে ও ফোন পে’তে

Pickynews24

মূলত ভারতে এই দু’টি মাধ্যমেই সবচেয়ে বেশি ইউপিআর পেমেন্ট হয়। আজকাল চারপাশে বাড়ছে অনলাইন প্রতারণা। আর তাই মাঝে মাঝে পিন বদলে নেওয়া ভালো। চলুন জেনে নেওয়া যাক এই দুই ইউপিআই মাধ্যমে আপনি সহজে কীভাবে পিন নম্বর পরিবর্তন করতে পারবেন।

গুগল পে’তে পিন কীভাবে বদলাবেন 

> সবার আগে নিজের ফোনে গুগল পে অ্যাপের একদম লেটেস্ট ও আপডেটেড ভার্সান ইন্সটল করে নিন।
> এবার নিজের ডিভাইসে অ্যাপ খুলুন এবং ডানদিকের কোণে থাকা প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করুন।
> এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করতে হবে।
> এবার সিলেক্ট করে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
> তারপর তিনটি ডট অপশনের উপর ক্লিক করে ইউপিআই পিন চেঞ্জ অপশন খুঁজে নিতে হবে।
>এবার চেঞ্জ ইউপিআই পিন অপশনে ট্যাপ করে বর্তমানে যে ইউপিআই নম্বর রয়েছে সেটা দিতে হবে ও পরবর্তী ধাপে এগোতে হবে।
> এরপর দিতে হবে নতুন ইউপিআই পিন নম্বর।
> আবার নতুন পিন লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করে গোতে হবে। তাহলেই পরিবর্তন হয়ে যাবে পিন নম্বর।

> অ্যান্ড্রয়েড বা আইওএস যে ডিভাইসই থাকুক সেখানে ফোন পে অ্যাপ খুলতে হবে।
> হোমস্ক্রিনে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
> স্ক্রল ডাউন করে খুঁজতে হবে পেমেন্ট মেথড সেকশন।
> এবার সিলেক্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
> এরপর সিলেক্ট করে নিন রিসেট ইউপিআই পিন অপশন।
> এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে এগোতে হবে পরের পর্যায়ে।
> এই পর্যায়ে দিতে হবে ওটিপি।
> যে ইউপিআই পিন এখন ব্যবহার করছেন সেটা লিখে কন্টিনিউ করতে হবে।
> শেষ পর্যায়ে এসে নতুন পিন লিখতে হবে।
> একদম শেষ ধাপে আবারও নতুন পিন লিখে সেটা সেট করার জন্য কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তাহলে সেট হয়ে যাবে নতুন ইউপিআই পিন।

ফোন পে অ্যাপের ক্ষেত্রেও ইউপিআই পিন পরিবর্তন করার আগে অ্যাপের লেটেস্ট আপডেটেড ভার্সান আপনার ফোন ইনস্টল করে নেওয়া প্রয়োজন।

Related posts

২০২৭ সাল থেকে কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করল দ. কোরিয়ায়!

Megh Bristy

এসএসসির রুটিন এবং এইচএসসির সিলেবাস নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ

Suborna Islam

স্টোরি ও রিলসে ব্যবহার করা হবে ইনস্টাগ্রামের ছবি থেকে স্টিকার

Rubaiya Tasnim

Leave a Comment