তথ্যপ্রযুক্তিসর্বশেষ

বড় পরিবর্তন আসবে অ্যাপলের নোটবুকে

Pickynews24

বর্তমানে এলইডি প্যানেলের ব্যবহার বেশি হলেও ওএলইডি প্যানেলও চলে এসেছে। ম্যাকবুক প্রোতে ওএলইডি কবে নাগাদ ব্যবহার করা হবে সে বিষয়ে গুঞ্জন রয়েছে। প্রযুক্তিবিদদের আশা এর ব্যবহার শুরু হলে নোটবুক ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। অ্যাপলও এ বিষয়ে আগ্রহী এমন প্রতিবেদনও এসেছে।ম্যাকবুক প্রোতে এ প্যানেল ব্যবহারের কথা বলা হলেও বাজার বিশ্লেষকদের ধারণা কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি হয়তো ম্যাকবুক এয়ারেও উন্নত প্রযুক্তিতে তৈরি ডিসপ্লে ব্যবহার করবে। মোটের ওপর ২০২৭ সালের আগে ম্যাকবুক এয়ারে ওএলইডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রো সিরিজেই অ্যাপল প্রথম এ প্রযুক্তি ব্যবহার করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ম্যাকবুক এয়ারে এলসিডি প্যানেল ব্যবহার করা হয়। যেটির উৎপাদন ব্যয় কম। তবে ওএলইডির তুলনায় এতে ছবির মান ও রঙ নিম্নমানের হয়ে থাকে। ওএলইডি ডিসপ্লে প্যানেল ব্যবহারের মাধ্যমে ডিভাইসের বিদ্যুৎ ব্যয়ও কমে আসবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

২০২৬ সালের আগে ম্যাকবুক প্রোতে ওএলইডি ডিসপ্লে ব্যবহারের সম্ভাবনা নেই। সম্প্রতি বিশ্লেষক জেফ পু এ তথ্য জানিয়েছেন। যে কারণে নির্ধারিত সময়ের আগ পর্যন্ত ব্যবহারকারীদের ১৪ ও ১৬ ইঞ্চির মডেলে দেয়া মিনি এলইডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করতে হবে।

Related posts

আজকের নামাজের সময়সূচি: ৬ এপ্রিল ২০২৪

Asma Akter

একসাথে ৪ স্ত্রীকে নিয়ে চলছে জুয়েলের সুখের সংসার

Suborna Islam

২০ জানুয়ারির পর শুরু ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

Megh Bristy

Leave a Comment