সর্বশেষ

এক ধাক্কায় বৃদ্ধের মৃত্যু !

train

ফরিদপুরের অম্বিকাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রাজবাড়ি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা থেকে রাজবাড়ি ফেরার পথে সোমবার সকাল ৯টার দিকে ফরিদপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ৮০ বছর বয়সী আহম্মদ শেখ অম্বিকাপুর বাজারের একটি দোকানে রাত্রি যাপন করতেন এবং দিনে ভিক্ষা করতেন।

আহম্মদ শেখের মামাত ভাই লাল মিয়া বলেন, ‘আহম্মদ দীর্ঘদিন ধরে আমার এখানে থাকতেন। তার স্ত্রী ও এক ছেলে থাকলেও কেউ তার খোঁজ নেয় না। তারা তাড়িয়ে দিলে আমার বাড়িতে থেকে রিকশা চালাতেন। বয়স হওয়ার কারণে কানে শুনতে পায় না দেখে ভিক্ষা করে খায়।’

তিনি জানান, সকালে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে ছিলেন আহম্মদ। ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর স্টেশন মাস্টার রত্না বৌদ্ধ বলেন, ‘নিহতের ঘটনায় রাজবাড়ি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।’

Related posts

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

Rubaiya Tasnim

“শিশুদের জন্য মানবিকভাবে যুদ্ধবিরতি প্রয়োজন”

Megh Bristy

স্বপ্নের বাড়ি ছাড়তে বাধ্য হলেন দম্পতি নিক ও প্রিয়াঙ্কা

Megh Bristy

Leave a Comment