সর্বশেষ

রিমাস্টার্ড সংস্করণ আসছে লাস্ট অব আস পার্ট-২-এর

Pickynews24

লাস্ট অব আস পার্ট-২ গেমের রিমাস্টার্ড সংস্করণ আনার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান নটি ডগ। ঘোষণার একদিন আগে জনপ্রিয় এ গেমের কিছু তথ্য ফাঁস হয়েছে। তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১৯ জানুয়ারি গেমটি প্রকাশ করা হতে পারে। নটি ডগের কনটেন্ট ব্যবস্থাপক জনাথন ডর্নবুশ ব্লগ পোস্টে বলেন, ‘গেমের নতুন সংস্করণে সবচেয়ে বড় সংযোজন হতে যাচ্ছে নো রিটার্ন নামের সারভাইভাল মোড। যেখানে গেমারকে গেমের বিভিন্ন মিশন ও অভিজ্ঞতার মধ্য দিয়ে সাহসের প্রমাণ দিতে হবে।’ গেমটিতে কয়েকটি নতুন চরিত্রে খেলার সুযোগ মিলবে। এছাড়া বিভিন্ন শত্রুর বিপক্ষে চুরি ও মুষ্টিযুদ্ধের মতো মিশনের পাশাপাশি বেশকিছু চমক দেখানো অস্ত্রও খুঁজে পাওয়া যাবে বলে জানা গেছে। সারভাইভাল মোডের পাশাপাশি বিভিন্ন অস্ত্র আনলক করার জন্য গিটার ফ্রি প্লে নামের নতুন মোড ও আসল গেমের অসমাপ্ত লেভেল খেলতে পারার সক্ষমতাও যোগ করা হয়েছে এতে। যারা ‘পিএস৪’-এ লাস্ট অব আস পার্ট-২ গেমটি খেলেছে  তাদের নতুন ভার্সনের জন্য ১০ ডলার দিতে হবে।

Related posts

রাজনীতির ময়দানে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ!

Megh Bristy

‘যাব বাড়ি সাথে নিয়ে যাব গাড়ি’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘কার্নিভাল ক্রুজ’ নামে একটি জাহাজ।

Asma Akter

প্রেমের টানে মার্কিন তরুণী ঈশ্বরদীতে এসে বসলেন বিয়ের পিঁড়িতে

Suborna Islam

Leave a Comment