টেক নিউজতথ্যপ্রযুক্তিসর্বশেষ

ভারতে আসছে iQOO 12,12 ডিসেম্বর

Pickynews24

12 ডিসেম্বর দেশের বাজারে iQOO 11-এর পরবর্তী প্রজন্ম লঞ্চ করা হবে। সবথেকে বড় কথা হল, এটাই ভারতের প্রথম স্মার্টফোন, যাতে পারফরম্যান্সের জন্য থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট। এই মুহূর্তে এটি বিশ্বদরবারে সবথেকে দ্রুততর চিপসেট এবং এক্কেবারে সাম্প্রতিকতমও বটে। প্রসঙ্গত, চিনের বাজারে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে iQOO 12।

এই ডিসপ্লের রিফ্রেশ রেট 144Hz এবং নিখুঁত পিকচার কোয়ালিটির জন্য এটি HDR10+ সাপোর্ট করে। ফোনের ক্যামেরা সেটআপও আকর্ষণীয়। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েচে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরায় দেওয়া হয়েছে একটি 64MP টেলিফটো লেন্স 100x ডিজিটাল জ়ম ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে পারে।

এছাড়া রয়েছে একটি 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য iQOO 12 হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। 1TB-র বিশাল স্টোরেজ অফার করছে ফোনটি। ব্যবহারকারীর সুরক্ষার দিকটি নিশ্চিত করতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফেস আনলকও সাপোর্ট করে। বেশ বড় ও শক্তিশালী একটি 5000mAh ব্যাটারিও রয়েছে ফোনটিতে, যা সুপার-ফাস্ট 120W চার্জিং সাপোর্ট করে।

iQOO 12 যখন চিনে লঞ্চ করা হয়েছিল, তখন তার 12GB RAM + 256GB স্টোরেজ স্পেসের দাম ছিল CNY 3,999 বা 45,000 টাকা প্রায়। আবার ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ ভার্সনের দাম CNY 4,299 বা 50,000 টাকা প্রায়। এক্কেবারে হাই-এন্ড ভার্সন অর্থাৎ 16GB RAM + 1TB স্টোরেজ মডেলের এই ফোনের দামই CNY 4,699 বা 53,000 টাকা। চিনে এই ফোনের প্রত্যেকটি স্টোরেজ মডেলের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে 14 নভেম্বর থেকে।

বার্নিং ওয়ে, লিজেন্ড এডিশন এবং ট্র্যাক ভার্সনের মতো একাধিক রঙে পাওয়া যাবে ফোনটি। ভারতে এই ফোন লঞ্চ করা হবে 12 ডিসেম্বর। এটিই দেশের প্রথম স্মার্টফোন, যাতে Snapdragon 8 Gen 3 চিপসেট দেওয়া হচ্ছে।

Related posts

সাপুড়েরা, টাকা না পেয়ে ট্রেনে সাপ ছেড়ে দিলেন

Asma Akter

রণবীরের প্রতি আমার আকর্ষণ রয়েছে: দীঘি

Mehedi Hasan

11 প্রতিবন্ধীর মৃত্যু আগুনে- ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে

Megh Bristy

Leave a Comment