ইসলাম ধর্ম

ঘরে ছবি টাঙানো থাকলে সেখানে, রহমতের ফেরেশতা প্রবেশ করে না

pickynews24

দেয়ালে প্রাণীর ছবি টাঙানো থাকলে এবং ছবি দৃশ্যমান থাকলে ওই ঘরে নামাজ পড়া জায়েজ হলেও মাকরুহ। তবে নামাজের সময় যদি ছবি ঢাকা থাকে, তাহলে নামাজ মাকরুহ হবে না।

কেউ ভুল করে বা বিকল্প জায়গার অভাবে প্রাণীর ছবি দৃশ্যমান রয়েছে এ রকম কোনো ঘরে নামজ পড়ে ফেললে নামাজ হয়ে যাবে।

স্মর্তব্য যে, ঘরে কোনো প্রাণীর ছবি টাঙিয়ে রাখা কিংবা প্রদর্শনী হয় এভাবে খোলা রাখা নাজায়েজ। কোনো ঘরে ছবি টাঙানো থাকলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যাতে কোনো কুকুর রয়েছে এবং এমন ঘরেও না, যাতে কোনো (প্রাণীর) ছবি রয়েছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) যখন তাবুক যুদ্ধের সফরে ছিলেন, আমি আমার ঘরে পাতলা কাপড়ের একটি পর্দা লাগিয়েছিলাম; তাতে প্রাণীর অনেকগুলো ছবি ছিলো। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফিরে এসে যখন এটা দেখলেন, তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন, কেয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে। (সহিহ বুখারি)

Related posts

রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে?

Asma Akter

তিন জুমা না পড়লে তবে তার পরিণতি কী হবে?

Asma Akter

স্ত্রীদের প্রতি অত্যাচারে আল্লাহর বিধান

Asma Akter

Leave a Comment