লাইফ স্টাইলসর্বশেষস্বাস্থ্য

কিছু মানুষের কেন বেশি শীত লাগে? জেনে নিন

শীত চলেই এল। তবে সবাই সমানভাবে শীতের তীব্রতা অনুভব করেন না। তাপমাত্রার অনুভূতি তো সবার সমান নয়। আবার কিছু কিছু রোগের কারণেও কারও কারও প্রায় সব সময়ই শীত বেশি লাগে। আবার স্বাভাবিক তাপমাত্রায়ও বেশি ঠান্ডা বোধ করেন কেউ কেউ। কেন এমন হয়, জেনে নেওয়া যাক আজ।

রক্তস্বল্পতা

রক্তের নিজস্ব একটা উষ্ণতা রয়েছে। রক্তস্বল্পতায় ভুগলে অনেকে হাতে-পায়ে বেশি শীত বোধ করেন। অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে মাথা ঘোরানো, শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি এবং অল্পতেই হাঁপিয়ে যাওয়া।

থাইরয়েড হরমোনের অভাব

রোগী শীতের ব্যাপারে অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়েন। ওজন বেড়ে যায়, কণ্ঠস্বর ভেঙে যায়, চুল পড়ে, ত্বক শুষ্ক হয়ে যায়। কোষ্ঠকাঠিন্যে ভোগেন। বুদ্ধিবৃত্তিক দিক দিয়েও পিছিয়ে পড়েন।

Related posts

নামাজের সময়সূচি: ২৪ জানুয়ারি ২০২৪

Asma Akter

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন চালু করল ইন্দোনেশিয়া

Rubaiya Tasnim

গুগল ম্যাপের সকল ‘লাইভ ট্রাফিক’ বন্ধ করা হয়েছে গাজায় স্থল আক্রমণের পূর্বে

Rubaiya Tasnim

Leave a Comment