বাংলাদেশেসর্বশেষ

বৃহস্পতিবার শেষ হচ্ছে মনোনয়নপত্র জমার সময়

vote-pickynews24

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার।

গত ১৫ নভেম্বর এই নির্বাচনে তফসিল ঘোষণা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেন।

মনোনয়নপত্র দাখিলের পর ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

রিটার্নিং অফিসাররা ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেবেন এবং প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার ৩০০ আসনেই ভোট হবেব্যালট বাক্সে।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছিল, সে হিসেবে সংসদের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি শেষ হচ্ছে। এর আগের ৯০ দিনের মধ্যেই ভোট করতে হবে নির্বাচন কমিশনকে।

 

Related posts

সরকারি কর্ম কমিশন (পিএসসি)৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখারকার্যক্রম চা লাচ্ছে

Asma Akter

সাড়া ফেলেছে মেহেদীর ‘হেলিকপ্টার রেস্তোরাঁ’, ঘুরবে সব জেলা

Suborna Islam

আট মাসের সন্তানকে জঙ্গলে পুঁতে দিল বাবা!

Megh Bristy

Leave a Comment