আন্তর্জাতিকতথ্যপ্রযুক্তিসর্বশেষ

ফক্সকনের বিনিয়োগের পরিকল্পনা ভারতে ১৭ হাজার ৬৭২ কোটি টাকা

Pickynews24

অপরাশেনাল প্রয়োজনে এই বিনিয়োগ করা হবে। তবে এই নিয়ে আর কোনো বিশদ তথ্য সেই ফাইলিংয়ে দেওয়া হয়নি সংস্থার পক্ষ থেকে। এদিকে জানা যাচ্ছে, ফক্সকন ভারতে আইফোন তৈরির জন্য নতুন একটি ইউনিট খোলার পরিকল্পনা করছে। তবে এই নিয়ে সংস্থার মুখপাত্রকে কোনো কথা বলেননি।

ফক্সকনের সর্ববৃহৎ আইফোন প্রস্তুতকারক ইউনিট রয়েছে চীনে। তবে সাম্প্রতিক সময়ে চীনের আগ্রাসী মনোভাব এবং ওয়াশিটন-বেইজিং দ্বন্দ্বের আবহে ফক্সকনসহ তাইওয়ানের বিভিন্ন প্রযুক্তি সংস্থা অন্যত্র ব্যবসা বিস্তারের দিকে নজর দিয়েছে।

ফক্সকনের ব্যবসার অর্ধেকেরও বেশি আইফোন প্রস্তুত করা ঘিরে। এই আবহে বিগত বহু বছর ধরে ভারতেও ফক্সকন আইফোন তৈরি করে চলেছে। সদ্য লঞ্চ হওয়া আইফোন ১৫-ও ভারতে তৈরি করছে ফক্সকন। তবে এখনও তারা সবচেয়ে বেশি আইফোন প্রস্তুত করে চীনের ইউনিটগুলিতে। তবে খুব শিগগিরই ভারতে তাদের কর্মক্ষমতা দ্বিগুণ করা হবে জানায় সংস্থাটির এক কর্মকর্তা।

Related posts

ওয়ান ব্যাংক -সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে জনবল নিয়োগ

Asma Akter

২৩টি মাদরাসা ও দুস্থদের মধ্যে ১২০০ কেজি জাটকা ইলিশ বিতরণ

Megh Bristy

‘X’ এক ভিডিওতে প্রায় ২ কোটি ৮৬ লক্ষ টাকা আয়!

Megh Bristy

Leave a Comment