টেক নিউজ

বাংলাদেশের বাজারে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন

vivo-y27s-pickynews24

ভিভো ওয়াই ২৭এস নিয়ে এলো দ্রুত চার্জিং এর সুবিধা। চলতি বছর এটিই ভিভোর ওয়াই সিরিজের সর্বশেষ নতুন স্মার্টফোন। শক্তিশালী ব্যাটারি ও ফ্ল্যাশ চার্জারে ভিভো ওয়াই২৭এস শতভাগ চার্জ হতে সময় নেবে এক ঘণ্টারও কম সময়। আজ থেকে মিলছে ওয়াই ২৭এস। দেশের যেকোনো ভিভোর অথোরাইজড শোরুমগুলোর পাশাপাশি ই স্টোরে মিলবে ওয়াই২৭এস।

মূলত দ্রুত চার্জের বিষয়টি মাথায় রেখেই নিজেদের উদ্ভাবন নিয়ে কাজ করে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ওয়াই সিরিজের স্মার্টফোন এরই মধ্যে তরুণদের নজর কেড়েছে। এতে আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৪ ওয়াট ক্ষমতাসম্পন্ন ফ্ল্যাশ চার্জার। যার মাধ্যমে স্মার্টফোনটি শতভাগ চার্জ হতে সময় নেবে এক ঘণ্টারও কম সময়। ফুলচার্জে একটানা গান শোনা যাবে ১৮ ঘণ্টা। ইউটিউবে ভিডিও দেখা যাবে টানা ২০ ঘণ্টা। ওয়াই ২৭এস নিয়ে ইনস্টাগ্রাম বা ইউটিউবের রিল ভিডিওতে হারিয়ে যাওয়া যাবে। টানা ১২ ঘণ্টা নিরবিচ্ছিন্ন রিল উপভোগ করা যাবে।

কি কি থাকছে ভিভো ওয়াই২৭এস স্মার্টফোনে

ভিভো ওয়াই২৭এস স্মার্টফোনে আছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। সাথে রয়েছে ফানটাচ ওএস১৩ অপারেটিং সিস্টেম। এতে আছে এক্সটেন্ডেড র‌্যাম টেকনোলজি ৩.০। মিলবে ৮ জিবি র‌্যাম। তবে আরো ৮ জিবি র‌্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ আছে। এই স্মার্টফোনে আছে ১২৮ জিবি রম। যা বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত। ল্যাগিং দূর করে ২৫টিরও বেশি অ্যাপ ব্যবহার করার সুযোগ থাকবে এই স্মার্টফোনে।

ভিভো ওয়াই২৭এস এর ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা রিং ডিজাইন, ফ্যান্টাসি ফ্রেম। ২.৫ ডি ফ্ল্যাট ফ্রেমের স্মার্টফোনটির ওজন মাত্র ১৯২ গ্রাম এবং এর পুরুত্ব ৮.১৭ মিলিমিটার।

বারগেন্ডি ব্ল্যাক ও গার্ডেন গ্রিন-এই দুই রঙে মিলবে ভি২৭এস। এর দাম রাখা হয়েছে ২২,৯৯৯ টাকা।

Related posts

ভারতে আসছে iQOO 12,12 ডিসেম্বর

Rubaiya Tasnim

সেরা গতিতে ফাইল ট্রান্সফারের নতুন ধামাকা নিয়ে আসছে গুগল

Samar Khan

ইনস্টাগ্রাম থ্রেডে কীভাবে পোস্ট করবেন।

Samar Khan

Leave a Comment