আন্তর্জাতিকসর্বশেষ

‘গাজা উপত্যকায় স্থায়ীভাবে থাকার কোনও ইচ্ছা আমাদের নেই’ : ইসরায়েল

israel-pickynews24

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে থাকার কোনও আগ্রহ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুধু তাই নয়,গাজা কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে আলোচনার পথ খোলা রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয় সময় সোমবার (১২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে ইয়োভ গ্যালান্ট  বলেন, ‘হামাসকে নিশ্চিহ্ন করতে সব ধরণের ব্যবস্থা নেবে ইসরায়েল। তবে গাজা উপত্যকায় স্থায়ীভাবে থাকার কোনও ইচ্ছা আমাদের নেই।’

যুদ্ধের পর গাজা নিয়ন্ত্রণ কারা করবে সে ব্যাপারে আলোচনার পথ খোলা রয়েছে উল্লেখ করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন,‘তবে মূল শর্ত হল সেই শাসককে অবশ্যই ইসরায়েল রাষ্ট্রের প্রতি শত্রুভাবাপন্ন হওয়া চলবে না। আমার মতে, এছাড়া বাকি সব নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে এ শাসক অবশ্যই হামাস বা ইসরায়েল হবে না। আমরা আমাদের কাজের, যেকোনও ধরনের হুমকি মোকাবিলা করতে সামরিকভাবে কাজ করার স্বাধীনতা বজায় রাখব।’

হামাস যোদ্ধাদের আত্মসমর্পণের প্রকাশ্য আহ্বান জানিয়ে ইয়োভ গ্যালান্ট  বলেন, ‘আত্মসমর্পণ করলে  আপনারা নিজেদের জীবন বাঁচাতে পারবেন। অন্যথায়, আপনাদের ভাগ্য নির্ধারণ করা আছে।’

এবিসি নিউজের প্রিতিবেদনে বলা হয়েছে, গাজায় এ পর্যন্ত হামাস এবং ছোট গোষ্ঠী ইসলামিক জিহাদের ৫০০ জনেরও বেশি সশস্ত্র যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

Related posts

হজযাত্রী গত বছরের তুলনায় কমে অর্ধেক

Megh Bristy

জেনে নিন ফুলকপির শিঙাড়া বানানোর রেসিপি

Asma Akter

তরমুজ যেভাবে ফিলিস্তিনের প্রতীক হয়ে উঠল?

Megh Bristy

Leave a Comment