আন্তর্জাতিক

হামাসের ফাঁদে, ২ বড় অফিসারসহ ১০ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলি সেনা নিহত

ইজরায়েলি সেনাবাহিনীর উপর বড় আঘাত করতে সক্ষম হলো ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ফাঁদে ফেলে ইজরায়েলি সেনাবাহিনীর এলিট গোলান ব্রিগেড এবং ‘স্পেশাল রেসকিউ ট্যাকটিক্যাল ইউনিট’-এর ১০ সেনাকে হত্যা করল। নিহতদের মধ্যে রয়েছেন এক কর্নেল এবং এক লেফটেন্যান্ট কর্নেল স্তরের অফিসার।

বুধবার রাতে হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গাজা শহরের উত্তরে একটি আবাসিক এলাকায় ‘গ্রাউন্ড অপারেশনে’ নিযুক্ত ইজ়রায়েল সেনার একটি দলকে ঘিরে ফেলে। মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন একটি ট্যাঙ্ককে উদ্ধার করতে গিয়ে প্রতিআক্রমণের মুখে পড়ে ওই সেনা দলটি। তাদের উপর মেশিনগান এবং রকেট হামলা চালায় হামাস বাহিনী।

ওই লড়াইয়ে গোলান ব্রিগেডের দুই কমান্ডার, কর্নেল ইৎঝাক বেন বাসাত, লেফটেন্যান্ট কর্নেল তোমের গ্রিনবার্গ নিহত হন বলে জানিয়েছে ইজরায়েলি সেনা। এ ছাড়া গোলান ব্রিগেডের এক সার্জেন্ট এবং ‘স্পেশাল রেসকিউ ট্যাকটিক্যাল ইউনিট’-এর দুই মেজর হামাসের হামলার শিকার হয়েছেন বলে ইজরায়েলি সেনা সূত্রের খবর।

গাজায় স্থল অভিযান শুরুর পরে এ নিয়ে মোট ১১৫ ইজরায়েলি সেনা নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ৬০০ জন।

Related posts

দক্ষিণ লেবাননের একটি বাড়িতে ৫জন নিহত

Asma Akter

প্রতি মুহূর্তে ‘ধর্ষণের ভয় ছিল, মৃত্যুর ভয় ছিল।’: মিয়া স্কিম

Megh Bristy

বাংলাদেশি তরুণদের ফেলোশিপ দিচ্ছে অক্সফাম, মেয়াদ ৬ মাস

Suborna Islam

Leave a Comment