আন্তর্জাতিকসর্বশেষ

লিবিয়া উপকূলে জাহাজডুবিতে ৬১ জনের মৃত্যু

libia-pickynews

ভূমধ্যসাগর পারি দিতে গিয়ে ৬১ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে। লিবিয়া উপকূলে জাহাজডুবির এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (১৬ ডিসেম্বর) জাহাজডুবির ঘটনায় জীবিতদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, প্রায় ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে জাহাজটি লিবিয়ার জুওয়ারা থেকে রওনা দেয়। সাগরের উঁচু ঢেউয়ে জাহাজটি ভেসে যায়।

সেখান থেকে ২৫ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো শিশুসহ ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তাঁরা মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।

জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও জানিয়েছে, জীবিত ২৫ ব্যক্তিকে লিবিয়ার একটি বন্দিশালায় পাঠানো হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

আইওএম’র তথ্যানুসারে, চলতি বছর ভূমধ্যসাগর পার হতে গিয়ে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছেন।

Related posts

হাডসন নদীতে ৩১৫ মাইল সাঁতার কাটলেন তিনি

Rubaiya Tasnim

বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ থেকে!

Megh Bristy

বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Suborna Islam

Leave a Comment