বাংলাদেশেসর্বশেষ

‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝোলানো নারীর গলায়

theif-pickynews

ফেনীতে চুরির অভিযোগে এক নারীকে (৩৫) পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ সময় তার গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয় নির্যাতনকারীরা। এ নির্যাতনের অভিযোগ উঠেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালে প্রধান ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফেনী ডায়াবেটিস হাসপাতালে চুরির অভিযোগে ওই নারীকে একটি পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় তার গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন নির্যাতনকারীরা। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। তবে ভয়ে এ ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রত্যক্ষদর্শীরা।

ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান ফেসবুকে একটি কমেন্টে লিখেন, ‘কেউ অপরাধ করলে দেশের ফৌজদারি আইনে তাকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশকে ইনফর্ম করলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু একজন মহিলাকে পিলারের সঙ্গে বেঁধে রাখা দেশের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় কি?’

অভিযোগ প্রসঙ্গে ফেনী ডায়াবেটিস হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) খান মোহাম্মদ আসাদ উল্যাহ গালিব বলেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালের ভেতর অনেকগুলো চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গা থেকে চোরেরা এসে রোগী ও স্বজনদের মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এর আগেও এক নারী চোরকে হাতেনাতে ধরে পুলিশে দেয়া হয়েছিল। তবে আজ (রোববার) যারা গলায় চোর লিখা প্ল্যাকার্ড ঝুলিয়ে পিলারের সঙ্গে বেঁধেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত নারী বর্তমানে থানায় রয়েছে। তবে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে বলে দাবি করছেন তিনি। এ ঘটনায় নির্যাতনকারীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী নারী তাদের বিরুদ্ধে অভিযোগ করবে বলে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related posts

আজ গুগলের ২৫তম জন্মদিন

Samar Khan

২৩ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Megh Bristy

জীবনসঙ্গী হিসেবে পুরুষেরা পছন্দ করেন সুন্দরী ‘বোকা’ নারী!

Mehedi Hasan

Leave a Comment