তথ্যপ্রযুক্তিসর্বশেষ

ক্রোমে কুকিজ বন্ধে গুগলের নতুন উদ্যোগ

chorme-pickynews

ইন্টারনেট ব্যবহারে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়ে সবাই উদ্বিগ্ন। বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো ব্যবহারকারীর তথ্য থেকে আয় করে থাকে। প্রথমবারের মতো থার্ড পার্টি কুকি নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে গুগল।

কুকি নিষিদ্ধের অংশ হিসেবে ক্রোম ব্রাউজারে নতুন ফিচারের পরীক্ষাও চালাবে প্রযুক্তি জায়ান্টটি। প্রযুক্তির ভাষায় কুকি হলো কিছু বিশেষ ফাইল বা তথ্য। যেগুলো ব্যবহার করে বিভিন্ন বিজ্ঞাপনদাতা ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের তথ্য থেকে বিজ্ঞাপন দেখিয়ে থাকে।

ট্র্যাকিং প্রটেকশন নামে নতুন ফিচার চালু করবে গুগল। আগামী মাসের শুরুতে ক্রস-সাইট ট্র্যাকিং বন্ধে এ ফিচারটি চালু হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

২০২৪ সালের দ্বিতীয়ার্ধ নাগাদ থার্ড পার্টি কুকির ব্যবহার একেবারেই বন্ধ করার পরিকল্পনা রয়েছে গুগলের। এর আগে সাফারিসহ সব ব্রাউজারেই অ্যাপল থার্ড পার্টি কুকি বন্ধের উদ্যোগ নেয়। ফলে ফেসবুকসহ কুকিনির্ভর সব বিজ্ঞাপন ব্যবসায়ীর আয় উল্লেখযোগ্য হারে কমেছে। অ্যাপল সে সময় কারণ হিসেবে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তাকে প্রাধান্য দেয়ার কথা জানিয়েছে।

গুগলের কুকি নিষিদ্ধ করার পরিকল্পনাটি নিয়ে তদন্ত করছে সিএমএ। এ উদ্যোগের ফলে ডিজিটাল বিজ্ঞাপন প্রতিযোগিতায় কোনো বাধা তৈরি হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে। এর পাশাপাশি শীর্ষ কোম্পানির সবচেয়ে বড় অর্থ উপার্জনের খাত, বিজ্ঞাপনের ওপরও নজর রয়েছে সিএমএর।

Related posts

জীবনসঙ্গী হিসেবে পুরুষেরা পছন্দ করেন সুন্দরী ‘বোকা’ নারী!

Mehedi Hasan

পাসের হার কমল ৭৮.৬৪ এইচএসসি ও সমমান পরীক্ষায়

Megh Bristy

তবে কি‘ছোট্ট চাঁদের’সন্ধান পেল নাসা

Samar Khan

Leave a Comment