ইসলাম ধর্মসর্বশেষ

ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার সময় নবিজী (সাঃ) কিছু দিকনির্দেশনা দিয়েছেন

pickynews24

ঘরে প্রবেশ এবং বাহির হওয়ার সময় নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু দিকনির্দেশনা আছে। ঘরে প্রবেশ করার সময় তিনি সালাম ও দোয়া করতে বলেছেন। এতে রয়েছে উভয়ের জন্য কল্যাণ। হাদিসের পরিভাষায় এতে কী কল্যাণ রয়েছে?

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ‘ছেলে আমার! তোমার ঘরের লোকদের কাছে গেলে, (তাদের) সালাম দেবে; তা হবে তোমার তোমার ঘরের লোকদের জন্য কল্যাণজনক।’ (তিরমিজি)

ঘরে ঢুকতে সালাম দেওয়ার পাশাপাশি একটি বিশেষ দোয়া পড়ার দিকনির্দেশনা দিয়েছেন প্রিয় নবি। যার ফলে ঐ ঘরে শয়তান অবস্থান করতে পারে না। প্রবেশ করতেও পারে না। সেই দোয়াটি কী?

হজরত আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন তার ঘরে ‍ঢুকে, তখন সে যেন বলে-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলাঝি ওয়া খাইরাল মাখরাঝি; বিসমিল্লাহি ওয়ালাঝনা; ওয়া বিসমিল্লাহি খারাঝনা; ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে (ঘরে) প্রবেশে এবং বের হওয়ায় কল্যাণ চাই। আল্লাহর নামে আমরা (ঘরে) ঢুকি; আল্লাহর নামে (ঘর থেকে) বের হই; আর আমাদের রব আল্লাহর ওপর ভরসা রাখি।’

Related posts

ছেলেরা কেন বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে ?

Megh Bristy

স্যাটেলাইট ফিচার যুক্ত করবে স্যামসাং গ্যালাক্সি এস ২৪ মডেলে

Rubaiya Tasnim

জেনে নেয়া যাক- আনারসের কিছু গুণাগুণ

Megh Bristy

Leave a Comment