ইসলাম ধর্ম

জেনে নিন কখন ‘ইনশাআল্লাহ’ বলতে হয়

pickynews24

ভবিষ্যতের যে কোনো কাজ করার প্রতিশ্রুতি বা সংবাদ দেওয়ার সময় সেই কাজটি আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করে বলুন ‘ইনশাআল্লাহ’ আল্লাহ যদি চান। কারণ সেই কাজটি সত্যিই আপনি করতে পারবেন কি না তা আপনি নিশ্চিত করে বলতে পারার ক্ষমতা আপনার নেই। আল্লাহ তওফিক না দিলে আপনি হয়তো কাজটি করতে পারবেন না।

‘ইনশাআল্লাহ’ বললে বান্দার বিনয়, আকুতি এবং আল্লাহ তাআলার ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা প্রকাশ পায়। আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করা ছাড়া ভবিষ্যতের কোনো কাজ ‘করবো’ বলে প্রতিশ্রুতি বা সংবাদ দিলে তাতে বান্দার ঔদ্ধত্য ও অহংকার প্রকাশ পায়। যা তার কথা ও কাজকে বরকতহীন বানিয়ে দেয়।

কোরআনে আল্লাহ তার ইচ্ছার সাথে সম্পৃক্ত করা ছাড়া কোনো কাজ করবো বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন,
وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا إِلَّا أَن يَشَاء اللَّهُ وَاذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَى أَن يَهْدِيَنِ رَبِّي لِأَقْرَبَ مِنْ هَذَا رَشَدًا
কোনো বিষয় সম্পর্কে কক্ষনো বলো না যে, ‘ওটা আমি আগামীকাল করব।’ ‘আল্লাহ ইচ্ছে করলে’ বলা ছাড়া। যদি ভুলে যাও (তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে) তোমার প্রতিপালককে স্মরণ কর আর বলো, আশা করি আমার রব আমাকে এর চেয়েও সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন। (সুরা কাহফ: ২৩, ২৪)

 

 

Related posts

নামাজের সময়সূচি: ২০ অক্টোবর ২০২৩

Asma Akter

দারিদ্র্য-ঋণ থেকে মুক্তি এবং সচ্ছলতার জন্য দোয়া

Asma Akter

নামাজের সময়সূচি: ১১ ফেব্রুয়ারি ২০২৪

Asma Akter

Leave a Comment