আন্তর্জাতিকসর্বশেষ

ডিকশনারিতে জায়গা পেল নতুন শব্দ ‘ইসরায়েলড’, অর্থ কী?

israeled_pickynews

এবার জনপ্রিয় অনলাইন অভিধান আরবান ডিকশনারিতে জায়গা পেয়েছে নতুন শব্দ ‘ইসরায়েলড’ (Israeled)। আর সেই অভিধানের সংজ্ঞানুসারে, অন্য কারও জিনিসকে নিজের বলে দাবি করাকেই বলে ‘ইসরায়েলড।’

সেই শব্দের নিচেই এক ব্যবহারকারী লিখেছেন, তার সাথে কয়েকজন লোক একটি রেস্তোরাঁয় টেবিল শেয়ার করতে চেয়েছিলেন। এরপরে অবশ্য আগন্তুকরা তাকে ওই টেবিল থেকেই উঠিয়ে দেন। ওই ব্যবহারকারী দাবি করেন, তিনি ‘ইসরায়েলড’-এর শিকার হয়েছেন।

আরবান ডিকশনারি ওয়েবসাইটটি ১৯৯৯ সালে চালু হয়। রোজকার জীবনে ব্যবহৃত যেসব শব্দ প্রমিত অভিধানে ঠাঁই পায়নি, সেসব শব্দের সংজ্ঞা দিয়ে থাকে এই সাইট। এ কারণে পপকালচার, ইন্টারনেট কালচার, স্ল্যাং ও জারগনে যারা আগ্রহী, তারা নিয়মিতই এ সাইটে ঢুঁ মারেন।

আরবান ডিকশনারিতে ইসরায়েলড শব্দের একটি এন্ট্রিতে এর অর্থ বলা হয়েছে এরকম: ‘কেউ যখন আপনাকে অনুরোধ করে আপনার জিনিস ব্যবহার করে এবং পরে জোরপূর্বক আপনাকে ওই জিনিসের মালিকানা থেকে বের করে দেয়। আর সবাইকে বলে যে আপনিই বরং ওই জিনিস তাদের কাছ থেকে নিয়েছিলেন।’

আরেকটি এন্ট্রিতে এর অর্থ বলা হয়েছে এরকম: ‘নিজের নয় এমন কোনোকিছু কেড়ে নেওয়া এবং বৈধ মালিককে বের করে দেওয়া।’

Related posts

ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বর্জন করলো মালয়েশিয়া

Samar Khan

অস্ট্রেলিয়ায় আজ বিশ্বের অন্যতম সেরা আতশবাজি উৎসব

Megh Bristy

ঈদের আগে জিম্মি নাবিকদের মুক্তি নিয়ে সংশয়

Mehedi Hasan

Leave a Comment