বাংলাদেশেসর্বশেষ

অভিনব পদ্ধতিতে ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে নির্বাচনী প্রচারণা!

ঝাড়-ফুঁক-pickynews24

মৌলভীবাজারে-২ আসনে অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামি ঐক্যজোটের বিভাগীয় সমন্বয়কারী ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন। শনিবার (৩০ ডিসেম্বর) উপজেলার কর্মধা ইউনিয়নে স্থানীয় মহিলা ভোটারদের নিয়ে তিনি একটি সভা পরিচালনা করেন তিনি।

আছলাম রহমানী ভোটারদের কাছে গেলে উৎসুক ভোটাররা পানি পড়া নেওয়ার জন্য পানির বোতল নিয়ে আসেন। এসময় শিশুদের কোলে নিয়ে মাথায় ফুঁ দেওয়ার জন্য এই প্রার্থীর কাছে অনুরোধ করতে দেখা গেছে অনেক ভোটারদের।

এছাড়াও ভোটাররা ফুঁ দেওয়ার জন্য মাথা এগিয়ে দেন। নির্বাচনী প্রচারণায় এমন অভিনব দৃশ্য চোখে পড়ে উপজেলার রবির বাজার জামে মসজিদের সামনে। এ সময় কয়েক শতাধিক ভোটাররা ভিড় করলে তিনি ভোটারদের কাছে ভোট চান। ভোটাররাও আগ্রহ নিয়ে তার বক্তব্য শোনেন।

ঝাড়-ফুঁক নিতে আসা ভোটার জহির মিয়া বলেন, ‘রহমানীর নিকট থেকে পানি পড়া নিলে উপকার হবে, এই বিশ্বাসে পানির বোতল পড়িয়ে নিয়েছি। রোগ হলে পড়া পানি উপকারে আসবে বলেছেন তিনি।’

আরেক ভোটার সুমন মিয়া তার শিশুকে কোলে নিয়ে রহমানীর নিকট থেকে মাথায় ফুঁ দেওয়ান। তিনি বলেন ‘মাথায় ফুঁ নিলে আমার শিশু অনেক ক্ষতি থেকে বাঁচতে পারবে।’

জাহিরুন নামের একজন বলেন, ‘পেঠে ব্যথা নিয়ে পানি পড়া খেলে ব্যথা কমে যায়। এজন্য তার থেকে পানি পড়া নিয়েছি।’

এদিকে, ঝাড়-ফুঁক ও পানি পড়ার বিষয়ে জানতে চাইলে রহমানী বলেন, ‘লোকজন আমাকে দেখে ভিড় করে। এ সময় তারা মাথায় ফুঁ নিতে ও পানির বোতল নিয়ে এগিয়ে আসেন। আমিও তাদের মাথায় ও পানির বোতলে ফুঁ দিয়ে দেই।’

ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছলাম হোসাইন। তবে তার দলের সিলেট বিভাগের ৯টি আসনের প্রার্থীরা ভোট বর্জনের হুমকি দিয়েছেন। রহমানী অভিযোগ করেন যে নির্বাচনী সভায় তাকে বাধা দেওয়া হচ্ছে। আগামী সোমবার ভোট বর্জনের বিষয়টি নিয়ে তিনিও সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান।

Related posts

মেট্রো ট্রেন চলাচল বন্ধ যান্ত্রিক ত্রুটির কারণে

Megh Bristy

নিজেকেই বিয়ে করার জন্য ২০ বছর ধরে অর্থ সঞ্চয়

Megh Bristy

নবিজি (সা.) ঘুম ভাব নিয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন

Asma Akter

Leave a Comment