অর্থ-বাণিজ্যসর্বশেষ

এবার দেশের বাইরে কার্ড দিয়ে নগদ অর্থ উত্তোলন বন্ধ করল ইবিএল

ebl-pickynews24

ডলার সংকটের কারণে বেসরকারি ব্র্যাকের পর এবার দেশের বাইরে কার্ড দিয়ে নগদ বৈদেশিক মুদ্রা তোলা বন্ধ করল ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

রোববার (৩১ ডিসেম্বর) ইবিএলের যোগাযোগ বিভাগের প্রধান জিয়াউল করিম এ তথ্য নিশ্চিত করে বলেন, নতুন বছরের প্রথমদিন থেকেই ইবিএলের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে। দেশে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। এতে খরচ কমাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

তবে কার্ড ব্যবহার করে গ্রাহকরা কেনাকাটা করতে পারবেন জানান তিনি। জিয়াউল করিম বলেন, ভ্রমণ কোটার ম‌ধ্যে পিওএস এবং ই-কমা‌র্সের মাধ্য‌মে যেকো‌নো বৈধ কেনাকাটা কর‌া যাবে।

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। দেশে ডলার সংকট চলমান থাকায় এবং নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

Related posts

টেস্ট ম্যাচের মতো খেলতে হবে রাজনীতি বললেন সাকিব

Megh Bristy

হেলিকপ্টার নয়, এবার নববধূকে নিয়ে মেট্রোতে ফিরলেন বর

Suborna Islam

কাওয়াসাকি আনলো, নতুন স্পোর্টস বাইক

Asma Akter

Leave a Comment