আন্তর্জাতিকসর্বশেষ

টিকটক নিয়ে দ্বন্দ্ব, বোনের গুলিতে প্রাণ হারাল বোন 

tiktok-pickynews24

টিকটক ভিডিও বানানোর সময় দুই বোনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় বোনকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছোট বোন। আর এতেই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে বড় বোন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট জেলায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। এতে বলা হয়, টিকটকের জন্য ভিডিও বানানোর সময় দুই বোন সাবা আফজাল ও মারিয়া আফজালের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে ১৪ বছর বয়সি সাবা আফজাল তার বোনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই কিশোরীর বিরুদ্ধে এরই মধ্যে মামলা হয়েছে।

সম্প্রতি টিকটককে বর্তমান যুগের সবচেয়ে বড় প্রলোভন আখ্যা দিয়ে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া।

ডন বলছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ফিতনার (বিশৃঙ্খলা বা প্রলোভন) ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে টিকটক। তাই ইসলামি শরিয়া মোতাবেক টিকটকের ব্যবহারকে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলা হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে ১০টি কারণ উল্লেখ করে ফতোয়াটি দিয়েছে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া। তার মধ্যে রয়েছে—এই অ্যাপে ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয়, যা ইসলামি শরিয়া অনুসারে নিষিদ্ধ।

Related posts

মাঝ নদীতে ফটোশুট করতে গিয়ে ভেসে গেল হবু বর

Suborna Islam

১৬০টিরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস, ব্যাপক আতঙ্ক

Mehedi Hasan

খরগোশের মাংস হালাল নাকি হারাম

Megh Bristy

Leave a Comment