ইসলাম ধর্ম

দাঁত যদি অস্বাভাবিক বড় থাকে তাহলে ছোট করা কি জায়েজ?

pickynews24

কারো দাঁত যদি স্বাভাবিক হয়, তাহলে দাঁতের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে অধিকতর সৌন্দর্যের জন্য দাঁত সরু করা বা দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করা ইত্যাদি বৈধ নয়। রাসুল সা. ভ্রু উপড়ে ফেলা, দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা ইত্যাদি রূপচর্চাকে আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি গণ্য করে এগুলো যারা করে তাদের অভিশপ্ত বলেছেন। রাসুল সা. বলেন,

لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُوتَشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّ
আল্লাহ ওই সব নারীকে লানত করেছেন, যারা উল্কি অঙ্কন করে বা করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রূ উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে; এরা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছে। (সহিহ বুখারি: ৪৮৮৬)

তবে কোনো নারী বা পুরুষের দাঁত যদি অস্বাভাবিক বড় এবং সামনের দিকে বেরিয়ে থাকে এ রকম হয়, তাহলে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে দাঁত কেটে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা জায়েজ।

Related posts

মুসলমানদের জন্য জুমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ

Asma Akter

পরনিন্দার ভয়াবহতা ও ক্ষতি কুরআন-সুন্নাহর আলোকে

Asma Akter

সুরা হুজুরাতে মুমিনদের গুরুত্বপূর্ণ কিছু সামাজিক আদব

Asma Akter

Leave a Comment