বাংলাদেশেসর্বশেষ

এক জালে মিলল ৯২ মণ ইলিশ

এক জালে মিলল ৯২ মণ ইলিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামের এক জেলের জালে ধড়া পড়েছে ৯২ মণ ইলিশ। বুধবার দুপুরে এসব মাছ মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া।

এত মাছে পাওয়ার পর জেলে ফরিদ মাঝি বলেন, ‘চট্রগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী নামের ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যায়। গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেললেও তেমন মাছ ধরা পড়েনি। মঙ্গলবার বিকালে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে কালকিনি এলাকায় সাগরে জাল ফেলি। এক টানে ধরা পড়ে ৯২ মণ ইলিশ’।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া জানান, ফরিদ মাঝির জালে সবচেয়ে বেশি মাছ ধরা পড়েছে। তবে অন্যান্য জেলের জালে তেমন বেশি মাছ ধরা পড়েনি। অনেক জেলের সাগরে যাওয়া-আসার খরচও উঠছে না। এতে অনেক জেলে হতাশ হয়ে পড়েছেন। এই জেলের জালে একসঙ্গে এত মাছ ধরা পড়ায় খুশি জেলে সহ ব্যবসায়ীরা। এখন অন্য জেলেদের হতাশা কাটবে।

এ সম্পর্কে কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘দীর্ঘদিন পরে এই জেলের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়েছে। আমরা আশা করছি ফেব্রুয়ারি ও মার্চ মাসে সব জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে’।

Related posts

আজকের নামাজের সময়সূচি: ৮ এপ্রিল ২০২৪

Asma Akter

মিল্টন সমাদ্দারের মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগ

Megh Bristy

নৌকার প্রার্থী হারুনর রশীদ মুন্নার পরাজয়

Asma Akter

Leave a Comment