ইসলাম ধর্মসর্বশেষ

বিপদে পড়লে অধৈর্য হয়ে মৃত্যু কামনা করা যাবেনা

pickynews24

বিপদে পড়লে অনেকে অধৈর্য হয়ে যান। এক পর্যায়ে নিজের মৃত্যু কামনা করে বসেন। এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। বিপদ-আপদে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে মৃত্যুকামনা না করে আল্লাহর সাহায্য চাওয়া উচিত।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের মধ্যে কেউ মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না আর মৃত্যুর আগে সেজন্য দোয়াও করবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। মুমিনের জীবিত থাকা কল্যাণ বা নেকিই বৃদ্ধি করে। (সহিহ মুসলিম)

আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মৃত্যুকামনা করতে নিষেধ করেছেন। পাশাপাশি যারা জীবনের ব্যাপারে বেশি নিস্পৃহ হয়ে যাবে, তাদের একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘তোমাদের কেউ কোনো বিপদে পড়ে যেন কোনোভাবেই মৃত্যু কামনা না করে। কেউ চাইলে বেশিরবেশি এভাবে দোয়া করতে পারে,

اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي
উচ্চারণ: আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল-হায়াতু খাইরান লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল-ওয়াফাতু খাইরান লি

হে আল্লাহ! যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয়, ততদিন আমাকে জীবিত রাখুন, যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর হয় তখন আমাকে মৃত্যু দিন। (সহিহ বুখারি: ৫৬৭১)

Related posts

জেনে নিন কুমড়া বড়ি বানানোর রেসিপি

Asma Akter

গলা নকল করে সাইবার বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে

Asma Akter

স্কয়ার গ্রুপে ‘ওয়েলফেয়ার অফিসার’ পদে জনবল নিয়োগ

Asma Akter

Leave a Comment