ইসলাম ধর্মসর্বশেষ

খাবারে কীট-পতঙ্গ পড়ে মারা গেলে খাবার কি নাপাক হবে?

pickynews24

ইসলামে ক্ষতিকর, অপবিত্র, নোংরা ও অরুচিকর কীট-পতঙ্গ খাওয়া নাজায়েজ যেমন তেলাপোকা, ছারপোকা, মশা, মাছি, পিঁপড়া ইত্যাদি। আল্লাহ বলেন, যারা সেই নিরক্ষর রাসুলের অনুসরণ করে চলে যার কথা তারা তাদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিল কিতাবে লিখিত পায়, যে মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করতে নিষেধ করে, আর সে তাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করে এবং অপবিত্র ও খারাপ বস্তুসমূহ তাদের জন্য অবৈধ করে।(সুরা আরাফ: ১৫৭)

এ জাতীয় কীট-পতঙ্গ পানি বা খাবারে পড়ে মারা গেলে ওই পানি ও খাবার নাপাক হবে না যেহেতেু এগুলোর শরীরে প্রবাহিত রক্ত নেই। এগুলোর শরীর তুলে ফেলে দিয়ে বাকি খাবার খাওয়া যাবে।

শরীরে প্রবাহিত রক্ত নেই এমন ছোট টিকটিকি খাবার বা পানিতে পড়ে মারা গেলেও ওই খাবার ও পানি পবিত্র থাকবে এবং খাওয়া জায়েজ হবে যদি সেগুলো বিষাক্ত হয়ে যাওয়ার আশংকা না থাকে।

শরিরে প্রবাহিত রক্ত আছে এ রকম প্রাণী যেমন ইদুর, চিকা, বড় টিকটিকি, স্থলের ব্যাঙ ইত্যাদি খাবারে বা পানিতে পড়ে মারা গেলে ওই পানি ও খাবার অপবিত্র হয়ে যাবে এবং খাওয়া জায়েজ হবে না।

Related posts

ফোনের দামে কিনুন এই ল্যাপটপ

Suborna Islam

যেভাবে চিনবেন হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক

Rubaiya Tasnim

Instagram-এ কেউ ব্লক করেছে কিনা বুঝতে পারছেন না! জানুন সহজ উপায়

Suborna Islam

Leave a Comment