সর্বশেষসারাদেশ

হেরোইন রাখার দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

pickynews24

সিরাজগঞ্জের কামারখন্দে হেরোইন রাখার দায়ে সাবিনা খাতুন (৩৭) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ আদেশ দেন। সাবিনা খাতুন কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম সরকারের স্ত্রী।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া গ্রামের সাবিনা খাতুনের বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাই মদ বেচা-কেনার খবরে অভিযান চালায় র‍্যাব। এসময় সাবিনা খাতুন পালিয়ে গেলেও র‍্যাব ৪৮ গ্রাম হেরোইন, ১ দশমিক ৮ কেজি গাঁজা ও ১৪ লিটার চোলাই মদ জব্দ করে।

এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি প্রদীপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মাদক মামলা করেন। এ মামলায় আদালত সাবিনা খাতুনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

Related posts

প্রথম মাসে কত আয় করল কক্সবাজার এক্সপ্রেস

Megh Bristy

যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা অর্ধেকে নেমে গেছে

Rubaiya Tasnim

ইরানের দক্ষিণাঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্প

Samar Khan

Leave a Comment