বিনোদনসর্বশেষ

নতুন রূপে ইয়ামি গৌতম নতুন সিনেমা নিয়ে

নতুন রূপে ইয়ামি গৌতম নতুন সিনেমা নিয়ে

দাপুটে চরিত্রে বেশি দেখা যায় বলিউড নায়িকা ইয়ামি গৌতমকে। এবার আরও শক্তিশালী চরিত্রে আসছেন তিনি। ‘আর্টিকেল ৩৭০’ ছবিতে তাঁকে ভারতীয় গোয়েন্দা সংস্থা এএনআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। গত বৃহস্পতিবার এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ইয়ামি জানালেন, তিনি প্রথমবার মা হতে চলেছেন। নতুন পরিচয়ে আসবেন তিনি। পাশাপাশি নতুন সিনেমা নিয়ে অনেক কথা বলেন।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের জিও ড্রাইভে এক জমকালো আয়োজনের মধ্যে ‘আর্টিকেল ৩৭০’ ছবির ট্রেলার মুক্তি পায়। আদিত্য জামবলে পরিচালিত এই ছবির মূল চরিত্রে আছেন ইয়ামি গৌতম, প্রিয়ামণি ও অরুণ গোভিল।

ছবিটি প্রযোজনা করছেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক, তথা ইয়ামির স্বামী আদিত্য ধর। ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এই তারকা দম্পতি জানান, তাঁদের ঘরে নতুন অতিথি আসছে।

ছবিতে ইয়ামিকে বন্দুক হাতে অ্যাকশন করতে দেখা যাবে। এই প্রথম পুরোপুরি অ্যাকশনধর্মী চরিত্রে তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এর আগে আমাকে কেউ এ ধরনের চরিত্রে সুযোগ দেননি। তাই অভিনয়ও করা হয়নি। এত দিনে সুযোগ পেলাম। অ্যাকশন দৃশ্যের সময় অনেকবার পড়ে গেছি, শরীরের বিভিন্ন স্থানে চোট পেয়েছি। কিন্তু সেই সবকিছু উপেক্ষা করেছিলাম। আমি এই ভ্রমণ দারুণ উপভোগ করেছি।’

এদিন নিজের মায়ের প্রসঙ্গ টেনে ইয়ামি বলেন, ‘এই সময়ে আমার মা-ই আমার সবচেয়ে বড় প্রেরণা। তিনি যখন মা হতে চলেছিলেন, তখন অনেক পরিশ্রম করতেন। আমরা ভারতীয় নারীরা অনেক শক্তিশালী।’ স্বামী আদিত্যর প্রশংসা করে তিনি বলেন, ‘সত্যি বলতে, ওই সময়ে আদিত্য আর লোকেশ ভাইয়া (ভাশুর) পাশে না থাকলে জানি না আমি কী করতাম।’

সিনেমাটির শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানালেন ইয়ামি। কাউকে তা ঘুণাক্ষরে টের পেতে দেননি। শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন, ‘এই সময় অনেক সাবধানতা মেনে চলতে হয়েছিল। আমি সত্যি ভাগ্যবতী যে সেটে আমার জন্য চিকিৎসকদের বিশেষ একটা টিম থাকত। আর তাঁরা গোপনে আমার দেখভাল করতেন। সেটের কাউকে আমি এটা বুঝতে দিইনি। তবে আমি যে অন্তঃসত্ত্বা এটা যখন জানতে পারি, তত দিনে স্টান্ট করার দৃশ্যগুলো হয়ে গেছে। তবে গর্ভে প্রথম সন্তান সব সময় চ্যালেঞ্জিং হয়। তাই সবকিছু আমার জন্য শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর ছিল।’

এদিকে আদিত্যর মুখেও ঝরে পড়ে স্ত্রী ইয়ামির প্রশংসা। তিনি বলেন, ‘ইয়ামিকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সত্যি ধন্য। নিজেকে ভাগ্যবান মনে করি। মানুষ হিসেবে ইয়ামি দুর্দান্ত। পেশাগত ও ব্যক্তিগত, সব দিক থেকে সে আমায় সমৃদ্ধ করেছে। কাজের প্রতি সে খুবই নিবেদিতপ্রাণ। ছয়টায় কল টাইম থাকলে, ভোর সাড়ে পাঁচটার মধ্যে সেটে পৌঁছে যায়।’

‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি আগামী ২৩ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে।

আরো পড়ুন: কীবোর্ডে স্পেসবার কেন বড় হয়?

Related posts

মালাইকাকে দেখে রাতের ঘুম ভালো হবে ফারিয়ার

Suborna Islam

ম্যাচসেরা হয়ে যা বললেন তানজিম সাকিব

Suborna Islam

যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

Suborna Islam

Leave a Comment