আন্তর্জাতিকতথ্যপ্রযুক্তিসর্বশেষ

বিল গেটসের সন্তানেরা কে কোথায়, কী করেন তাঁরা?

বিল গেটসের সন্তানেরা কে কোথায়, কী করেন তাঁরা?

বিল গেটসের সন্তানেরা কে কোথায়, কী করেন তাঁরা?

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের তিন সন্তান। তিনজনের কেউই বাবার পথ ধরে প্রযুক্তি দুনিয়ায় হাঁটেননি। নিজেরা পড়াশোনা শেষ করে যাঁর যাঁর আগ্রহের দিকে ছুটে গেছেন। বিল ও মেলিন্ডা গেটসের বড় সন্তান জেনিফার গেটসের বয়স ২৭। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে জেনিফারের প্রথম সন্তান জন্ম নেয়। বিল গেটস এখন নানা হিসেবে বেশ গর্বিত বলে বিভিন্ন বক্তব্যে উল্লেখ করছেন। একটি ভিডিও সাক্ষাত্কারে বিল বলেন, ‘আমি আমার নাতি-নাতনিদের জন্য একটি অ্যাডভেঞ্চার তৈরির পরিকল্পনা করছি।’ জেনিফার গেটস ১৯৯৬ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এর আগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মানব জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। ইনস্টাগ্রামে জেনিফার নিজেকে একজন অশ্বারোহী ও বইপড়ুয়া হিসেবে লিখেছেন। ঘোড়ার বিশেষ কসরতের খেলা ‘শো জাম্পার’-এ বছরের পর বছর প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন জেনিফার। জেনিফার ২০২১ সালে আরেক অশ্বারোহী নাসারকে বিয়ে করেন।

বিল গেটসের ছেলের নাম ররি গেটস। ররি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন। ২০২২ সালের জুনে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হয়েছেন। মাত্র চার বছরে একটি ডবল মেজর ও একটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে ছেলে ররিকে নিয়ে মা মেলিন্ডা টাইমস সাময়িকীতে একটি প্রবন্ধ প্রকাশ করেন। তিনি ররিকে সহানুভূতিশীল, কৌতূহলী ও বুদ্ধিমান হিসেবে বর্ণনা করেন।
বিল গেটসের ছোট কন্যার নাম ফোবি গেটস। ২০০২ সালে জন্মগ্রহণ করেন ফোবি। বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ফোবি।

Related posts

শুক্রবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

Samar Khan

টিভিতে দেখুন আজকের খেলা, ৫ মার্চ ২০২৪

Asma Akter

আজকের খেলা,টিভিতে দেখুন ১৮ সেপ্টেম্বর ২০২৩

Asma Akter

Leave a Comment