বিনোদন

নারীদের উজ্জীবিত করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন কণা ও মেহরাব

pickynews24

আন্তর্জাতিক নারী দিবস আজ (৮ মার্চ)। এ দিনে নারীদের উজ্জীবিত করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কণা ও মেহরাব। ‘স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ের, গল্প নয় কোনো এ বিজয় আমাদের’- এমন কথায় গানটি লিখেছেন এন আই বুলবুল। এটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। আর টিভির প্রযোজনায় গানটি তৈরি করা হয়েছে।

 

গানটি প্রসঙ্গে শিল্পী মেহরাব বলেন, আমাদের সব ভালোর সঙ্গে নারীদের অবদান আছে। নারীদের প্রতি সম্মান জানিয়ে এ গানটি করা হয়েছে। গানটির কথা ও সুর সবার মনে বেশ দোলা দেবে।

প্রথম শোনাতেই গানটি আমার ভালো লাগে। আমি চাই শুধু নির্দিষ্ট এমন দিনেই নয়, বছরের অন্য সময়েও নারীদের সম্মান জানিয়ে এমন গান করা যায়’।

কণা বলেন, নারীদের জন্য গানটি করতে পেরে বেশ ভালো লাগছে। নারীরা এখন আর আগের মতো পিছিয়ে নেই। এ গানটিতে নারীদের বিজয়ের কথা তুলে ধরা হয়েছে।’

গীতিকার এন আই বুলবুল বলেন, বছরের একটি দিনের জন্যই এই গান না। নারীদের সব সময় এগিয়ে যাবার ও সাহস যোগানোর গান এটি। আশা করি সবার ভালো লাগব’।

Related posts

মারামারি এক পর্যায়ে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী

Samar Khan

৫০ বছর বয়সে টুইঙ্কেলের স্নাতক

Megh Bristy

মারা গেছেন আরিফিন শুভ’র মা !

Megh Bristy

Leave a Comment