ইসলাম ধর্ম

নামাজে সালাম ফেরানোর সঠিক পদ্ধতি

pickynews24

নামাজ শেষে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডানদিকে, তারপর বাম দিকে সালাম ফেরাতে হয়।

কেউ যদি নামাজ শেষে ভুলে প্রথম বাম দিকে সালাম ফেরায়, তাহলে পরে শুধু ডান দিকে সালাম ফিরিয়ে নেবে। পুনরায় বাম দিকে সালাম ফেরানোর প্রয়োজন নেই। এ রকম ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না, তাই সাহু সিজদাও করতে হবে না।

সালাম ফেরানোর সঠিক পদ্ধতি

চেহারা কেবলা দিকে থাকা অবস্থায় সালামের শব্দ বলা শুরু করবে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে ডান দিকে ফেরাবে। দ্বিতীয় সালাম ফেরানোর সময়ও একইভাবে কিবলার দিক থেকে সালাম বলা শুরু করবে এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে বলতে চেহারা কেবলার দিক থেকে বাম দিকে ফেরাবে।

এ প্রসঙ্গে ইমাম নববি (রহ.) বলেন, কেবলার দিকে চেহারা থাকা অবস্থায় সালাম শুরু করবে এবং চেহারা ঘোরানো অবস্থায় সালাম সম্পন্ন করতে থাকবে। যেন চেহারা ঘোরানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সালামও শেষ হয়ে যায়। (আলমাজমু শরহুল মুহাজ্জাব : ৩/৪৫৮)

Related posts

মাথাব্যাথা ও জ্বর হলে যে দোয়া পড়বেন

Asma Akter

পরনিন্দার ভয়াবহতা ও ক্ষতি কুরআন-সুন্নাহর আলোকে

Asma Akter

অসুস্থ পশু-পাখির গোশত

Asma Akter

Leave a Comment