ইসলাম ধর্ম

রোজা থাকার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেললে করণীয় কী?

pickynews24

ইসলামের পরিভাষায় রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় ও যৌনমিলন থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণরেখা থেকে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয়। অতঃপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ কোরো। ’ (সুরা বাকারা: ১৮৭)

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে অসাবধানতার কারণে বা সময়ের ব্যাপারে সঠিক জ্ঞান না থাকায় কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে। সুবহে সাদিক হওয়ার পর সাহরি খেলে বা সূর্যাস্ত হয়েছে ভেবে ভুল সময়ে ইফতার করলে রোজা ভেঙে যাবে। রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। তবে এ সব কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না।

রোজা থাকার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না। তবে ভুলবশত খাওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে রোজা ভেঙে যাবে।

Related posts

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী

Asma Akter

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ের আয়োজন

Megh Bristy

পাবনার ঈশ্বরদীতে ১০৬ দিনে কোরআনের হাফেজ হয়েছে মো. হাসানাত রহমান হিমেল

Asma Akter

Leave a Comment