ইসলাম ধর্ম

আখেরাতে ছয়টি ঘটনা ঘটবে

আখেরাতে ছয়টি ঘটনা ঘটবে

আখেরাতে ছয়টি ঘটনা ঘটবে

আখেরাতে ছয়টি ঘটনা ঘটবে সুরাটিতে কেয়ামতের দিনের বিস্তারিত বিবরণ এসেছে। কেয়ামত কীভাবে শুরু হবে এবং কীভাবে শেষ হবে তা খুব অল্প কথায় চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।

সুরা তাকওয়ীরের ১-১৪ আয়াতে আল্লাহ তাআলা বলেন,

(১)
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ

যখন সূর্য আলোহীন হয়ে যাবে,

(২)
وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ

যখন নক্ষত্র মলিন হয়ে যাবে,

(৩)
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ

যখন পর্বতমালা অপসারিত হবে,

(৪)
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ

যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;

(৫)
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ

যখন বন্য পশুদের একত্র করা হবে,

(৬)
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

(৭)
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ

যখন আত্মাসমূহকে যুগল করা হবে,

(৮)
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ

যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,

(৯)
بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ

কি অপরাধে তাকে হত্য করা হল?

(১০)
وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ

যখন আমলনামা খোলা হবে,

(১১)
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ

যখন আকাশের আবরণ অপসারিত হবে,

(১২)
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ

যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে

(১৩)
وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ

এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,

(১৪)
عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ

তখন প্রত্যেকেই জানবে সে কী উপস্থিত করেছে।

আখেরাতে ছয়টি ঘটনা ঘটবে

৫. সুরা তাকওয়ীরে বর্ণনা অনুযায়ী এই দুনিয়ার সমাপ্তির সময় ছয়টি ঘটনা ঘটবে: (১) সূর্য নিস্প্রভ হয়ে পড়বে। (২) তারকারাজি হয়ে যাবে নিস্প্রভ ও মলিন। (৩) পাহাড়গুলো মাটি থেকে উৎপাটিত হয়ে আকাশে উড়তে থাকবে। (৪) দুনিয়ার আকর্ষণীয় সব সম্পদ আকর্ষণহীন হয়ে যাবে। (৫) সব বন্য পশুকে একত্র করা হবে। (৬) এবং সমুদ্র উত্তাল হয়ে উঠবে।

মানুষের আমল অনুযায়ী

(১) মানুষের আমল অনুযায়ী তার শরীর সৃষ্টি করা হবে এবং প্রত্যেকের আত্মা তার শরীরে যুক্ত করা হবে। (২) মানুষকে তার সব জুলুম ও গোনাহের হিসাব দিতে হবে যেমন জীবন্ত কবর দেওয়া মেয়েদের জিজ্ঞাসা করা হবে কী অপরাধে তাদের হত্যা করা হয়েছিল। অর্থাৎ তাদের ওপর কৃত জুলুমের বিচার হবে। (৩) মানুষের আমলনামা উন্মোচিত হবে। (৪) আকাশকে গুটিয়ে নেওয়া হবে। (৫) জাহান্নামের আগুন জ্বালানো হবে। (৬) এবং জান্নাতকে ইমানদার ও মুত্তাকিদের নিকটবর্তী করা হবে

 

Related posts

১১ পর্বঃ ইমাম মাহাদী ও তার আগমন পূর্ব আলামত সমূহ

Asma Akter

সুরা বাকারা ও সুরা আলে ইমরান কেয়ামতের দিন মেঘের ছায়া হবে

Asma Akter

আজকের নামাজের সময়সূচি: ২৩ এপ্রিল ২০২৪

Asma Akter

Leave a Comment