ইসলাম ধর্ম

আজকের নামাজের সময়সূচি: ১৪ মে ২০২৪

নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি আজ মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ইংরেজি, ৩১ বৈশাখ ১৪৩০ বাংলা, ৫ জিলকদ ১৪৪৫ হিজরি। নিচে নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

ফজর- ৩:৫৫ মিনিট।
জোহর- ১১:৫৮ মিনিট।
আসর- ৪:৩২ মিনিট।
মাগরিব- ৬:৩৭ মিনিট।
ইশা- ৭:৫৮ মিনিট।

আজ সূর্যাস্ত- ৬:৩৪ মিনিট।
আজ সূর্যোদয়- ৫:১৭ মিনিট।

নামাজ  সম্পর্কে কোরআনের  আয়াত

হিজরতের পূর্বে মি’রাজ রজনীতে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করা হয়েছে। এর পূর্বে দু’ ওয়াক্ত সালাত ফরয ছিল।

সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ- ফজরের (ফজরের) সালাত (সালাত/নামায/নামাজ)।

আর সূর্যাস্তের পূর্বে অর্থাৎ- ’আসরের সালাত (সালাত/নামায/নামাজ)।

আল্লাহ তা’আলা বলেনঃ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ ’’সকাল ও সন্ধ্যায় তোমার প্রভুর প্রশংসাসহ তার পবিত্রতা বর্ণনা করো’’- (সূরাহ্ আল গাফির/মু’মিন ৪০: ৫৫)।

’সালাত’ শব্দটি কোন ধাতু (মূল শব্দ) হতে উদগত এ নিয়ে মতভেদ রয়েছে।

কারো মতে তা সালাত তথা রহমত শব্দ থেকে উদগত। কারো মতে তা সালাত তথা দু’আ থেকে উদগত।

আবার কারো মতে তা الصلوين থেকে উদগত যার অর্থ ঐ দু’টি রগ সালাত আদায়ের সময় যা বক্র হয়।

আবার কারো মতে الصلى (অগ্নিতে প্রবেশ) শব্দ হতে উদগত।

ইবনুল ক্বইয়্যিম (রহঃ) বাদায়িউল ফাওয়ায়িদ গ্রন্থে এ সম্পর্কে সুহায়লী (রহঃ) থেকে সুন্দর কথা বর্ণনা করেছেন।

কেউ ইচ্ছা করলে তা দেখে নিতে পারেন।

নামাজ  সম্পর্কে হাদিস

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত।

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচ ওয়াক্ত সালাত, এক জুমু’আহ্ হতে অপর জুমু’আহ্ পর্যন্ত এবং এক রমাযান হতে আরেক রমাযান পর্যন্ত সব গুনাহে্র কাফফারাহ্ হয়, যদি কাবীরাহ্ (কবিরা) গুনাহসমূহ থেকে বেঁচে থাকা হয়। (মুসলিম)

উক্ত রাবী [আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে বর্ণিত।

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সাহাবীগণের উদ্দেশে) বললেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ীর দরজার কাছে যদি একটি নদী থাকে,

যাতে সে নদীতে দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোন ময়লা থাকতে পারে?

সাহাবীগণ উত্তরে বললেন, না, কোন ময়লা থাকবে না। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, এ দৃষ্টান্ত হলো পাঁচ ওয়াক্ত সালাতের।

এ পাঁচ ওয়াক্ত সালাত (সালাত/নামায/নামাজ) আদায়কারীর গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দেন। (বুখারী ও মুসলিম)

Related posts

পরনিন্দার ভয়াবহতা ও ক্ষতি কুরআন-সুন্নাহর আলোকে

Asma Akter

পর্দাসহ নারীরা চাকরি করতে পারবে কি?

Asma Akter

সুরা বাকারার শেষ দুটি আয়াত বিশেষ ফজিলতপূর্ণ

Asma Akter

Leave a Comment