তথ্যপ্রযুক্তি

এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে যা বলছে চ্যাটজিপিটি

হলিউডের অনেক ছবিতে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন দেখানো হলেও বাস্তবে এর অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেক বিজ্ঞানী দাবি করেছেন, পৃথিবীর বাইরে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে এখনও তারা এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ দাঁড় করাতে পারেননি। ফলে বহির্জাগতিক প্রাণের অস্তিত্ব এখনও কাল্পনিক।

প্রযুক্তিবিশ্বে গত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ‘চ্যাটজিপিটি’। তাৎক্ষণিক বিভিন্ন প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়াসহ মুহূর্তেই গল্প, কবিতা এমনকি সম্পূর্ণ একটি বই লিখে তাক লাগিয়ে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট।

ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল ‘চ্যাটজিপিটি’র কাছে। জবাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট বলেছে, ‘এলিয়েন বা বিদ্যুৎবাহী জীব হল ধাতুবিশিষ্ট প্রাণী যারা পৃথিবীর বাইরে থাকে। তবে এর অস্তিত্ব আছে না কি নেই, সেটি বিজ্ঞানের একটি বড় প্রশ্ন এবং এখনও এর নির্দিষ্ট কোনো উত্তর নেই। তবে পৃথিবীর বাইরে থাকা জীবজন্তুর উপস্থিতি নিয়ে প্রায়ই কিছু তথ্য জানা যায়। যার ফলে এলিয়েনের অস্তিত্ব অনুমান করা হচ্ছে। কিন্তু এর কোনো নিশ্চিত প্রমাণ নেই।’

চ্যাটজিপিটি আরও বলে, ‘তবে পৃথিবীর বাইরে থাকা জীবজন্তুর উপস্থিতি নিয়ে কিছু গবেষণার ফলস্বরূপ কিছু তথ্য সামনে আসেছে। যেহেতু সমগ্র ব্রহ্মাণ্ড অনেক বিশাল। এর ফলে পৃথিবীর বাহিরেও জীবজন্তুর উপস্থিতি থাকা সম্ভব বলে মনে হয়। এ ছাড়া পৃথিবীর বাইরে থাকা বিভিন্ন স্থানে কয়েকটি উপগ্রহ পাওয়া গেছে, যেখানে জীবজন্তু থাকতে পারে। এর মধ্যে মঙ্গলগ্রহ সম্পর্কে একাধিক গবেষণা চলছে। ওই গ্রহে পানি এবং অন্যান্য প্রাথমিক পরিস্থিতি রয়েছে। যা জীবজন্তুর থাকার উপযোগী বলে মনে করা হচ্ছে।’

Related posts

ডিম ভাজতে পারে টেসলার নতুন রোবট!

Suborna Islam

ফক্সকনের বিনিয়োগের পরিকল্পনা ভারতে ১৭ হাজার ৬৭২ কোটি টাকা

Rubaiya Tasnim

যেভাবে গতি বাড়াবেন আপনার ল্যাপটপের

Megh Bristy

Leave a Comment