খেলা

ইংল্যান্ড শিবিরে প্রথম ওভারেই আঘাত সাকিবের

সংগ্রহটা খুব বেশি বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই বোলিংয়ের শুরুতেই বল হাতে নেমে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ওভারের শেষ বলেই সাকিবের ঘূর্ণি ম্যাজিক। সামনে এসে ব্যাট চালানোয় লিডিং-এজড হলে সার্কেলের মধ্যে শট মিড অনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল তা তালুবন্দি করলেন। ফলে প্রথম ওভারেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানলেন সাকিব।

বুধবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত সময়ের আগেই ৪৭ ওভার ১ বলে মাত্র ২০৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের আশা দেখালেও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। এক নাজমুল হোসেন শান্ত ৫৮ রান করেন।

তাই বোলিংয়ে প্রথম ওভারেই অধিনায়ক তামিম ভরসা রাখেন সাকিবের ওপর। সেই ভরসার প্রতিদান দিতে বেশি সময় নেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তার করা প্রথম তিন বল রয়ে-সয়েই ব্যাট চালালেন ইংলিশ ওপেনার জেসন রয়। চতুর্থ বলে স্টাম্পঘেঁষা ডেলিভারিতে কাট করে চার মারেন তিনি। কিন্তু ওভারের শেষ বলে বাংলাদেশকে উল্লাসের উপলক্ষ এনে দেন সাকিব।

সাকিবের বলে চিপ করতে গিয়ে এজড হয়ে রয় বল তুলে দেন মিড-অফের ওপরে। সেখানে দাঁড়িয়ে থাকা তামিম কিছুটা বাঁ দিকে ছুটে এসে তালুবন্দি করেন সেই ক্যাচ।

মাত্র ৪ রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। সাজঘরে ফেরার পথে রয়ের চেহারার অভিব্যক্তিই বলে দেয় এভাবে আউট হয়ে তার হতাশার যেন শেষ নেই।

Related posts

মেসিকে ২০২৬ বিশ্বকাপে খেলতে হলে যা করতে হবে

Suborna Islam

সাকিব-তামিম দ্বন্দ্বে ড্রেসিং রুম অস্বাস্থ্যকর: পাপন

admin

ডোনাল্ডের পর ভালো কোচের আশায় তাসকিন

Samar Khan

Leave a Comment