বিশ্ব

পোকা ও প্রস্রাব খেয়ে আমাজনে এক মাস

বিশ্বের সর্ববৃহৎ চিরহরিৎ বন আমাজনে হারিয়ে যাওয়ার এক মাস পর সেখান থেকে জীবিত ফিরেছেন বলে দাবি করেছেন জোনাথন অ্যাকোস্তা নামের এক কলোম্বিয়ান। নিখোঁজের ৩১ দিন পর সম্প্রতি জোনাথনকে উদ্ধার করেছেন তার বন্ধু ও স্থানীয় কিছু মানুষ।

জোনাথন জানান, এসময়ে নিজের জুতায় বৃষ্টির পানি ধরে রেখে সেই পানি পান করেছেন। খেয়েছেন কীটপতঙ্গ ও নিজের প্রস্রাব।

স্থানীয় ইউনিটেল টিভিকে ৩০ বছরের জোনাথন বলেন, ‘এটা অবিশ্বাস্য। বিশ্বাস করিনি, মানুষজন আমাকে এত দিন ধরে জঙ্গলে খুঁজবে।’

আমাজনের উত্তর বলিভিয়া অংশে চার বন্ধুসহ শিকার করতে গিয়েছিলেন জোনাথন। গত ২৫ জানুয়ারি হারিয়ে যান তিনি।

নিখোঁজ হওয়ার পর জোনাথনের ওজন কমে গেছে ১৭ কেজি, এক পায়ের গোড়ালিতে পেয়েছেন বড় আঘাত। যখন তাকে উদ্ধার করা হয় তখন দেখা যায় তিনি খুঁড়িয়ে হাঁটছেন।

জোনাথনের ভাই হোরাসিও অ্যাকোস্টা বলিভিয়ার প্যাগিনা সিয়েট সংবাদপত্রকে জানান, তার ভাইকে স্থানীয় চারজন লোক খুঁজে পেয়েছিলেন। তিনি বলেন, ‘একজন লোক দৌড়ে এসে আমাদের জানান যে তারা আমার ভাইকে খুঁজে পেয়েছেন। যা একটা অলৌকিক ঘটনা।’

Related posts

আজ রাতে নতুন আইফোন আনছে অ্যাপল, অনুষ্ঠানটি অনলাইনে দেখবেন যেভাবে

Rubaiya Tasnim

সমুদ্রের তলদেশে সোনালী ডিমের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Rubaiya Tasnim

40 বছর বয়সী উগান্ডার মহিলা এক পুরুষ থেকে 44টি বাচ্চার জন্ম দিয়েছেন

admin

Leave a Comment