শিক্ষা

বিএনএ’র সংবাদ প্রকাশের পর রাবির বর্ধিত হল ফি স্থগিত

 

বিএনএ, রাবি: বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) এর সংবাদ প্রকাশের পর স্থগিত করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন নির্ধারিত হল সংযুক্তি ফি। শনিবার (৪ মার্চ) বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) এর বাংলানিউজ পোর্টাল বিএনএনিউজ২৪ ডটকম- এ “রাবিতে হল সংযুক্তি ফি এক লাফে বেড়ে ২৮০০ টাকা!”—এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই বর্ধিত ফি স্থগিতের সিদ্ধান্ত নিলো রাবি প্রশাসন।

রোববার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বিষয়টি নিয়ে রাবি ক্যাম্পাসে তৈরি হয় আলোচনা-সমালোচনা।

‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে বর্ধিত ফি-এর প্রতিবাদে রোববার (৫ মার্চ) দুপুরে আয়োজন করা হয় মানববন্ধন। আবাসিক সুবিধা নিশ্চিত না করে, সংযুক্তি ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয় সেখানেও।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, “প্রাধ্যক্ষ পরিষদ হল ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে বর্ধিত ফি স্থগিত করা হয়েছে।”

শিক্ষার্থীদের সাথে আলোচনা করেই পরবর্তীতে সংযুক্তি ফি নির্ধারণ করা হবে বলেও জানান রাবি উপ-উপাচার্য।

Related posts

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বৃহস্পতিবার

Rishita Rupa

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে যে খাবার খাবেন!

Megh Bristy

৮টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু

Rishita Rupa

Leave a Comment