সর্বশেষ

গত ২৪ ঘণ্টায় ৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ১

দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১০৩ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৮০ জন।

২৪ ঘণ্টায় ১৩৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

Related posts

মেইল গ্রহীতা মেইল পড়েছেন কি না জানবেন যেভাবে

Samar Khan

জেনে নিন সহজ রেসিপি পুলি পিঠা

Asma Akter

বিবাহবার্ষিকীতে সাকিবপত্নী শিশিরের আবেগঘন পোস্ট

Suborna Islam

Leave a Comment