চলচ্চিত্রবিনোদন

শাকিব খান আমার হাতেই সৃষ্টি

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়েই ঢালিউডে নতুন সূচনা করেন শাকিব খান। এরপরের গল্পটা একজন ‘ঢালিউড কিং’-এর। কিন্তু এর পেছনে কারিগরের ভূমিকা পালন করেন ডিপজল।

তিনি বলেন, ‘শাকিবকে নিয়ে অনেক আগের দুইটা গল্প ছিল। যখন শাকিব আমার কাছে ছিল। শাকিব এখনো আমার কাছের। দেখলে এখনো ওর বাপের থেকে কম অংশে মাপে না। আমিও দোয়া করি শাকিব যেন ভালোভাবে কাজ করে। কাজের দিকে মনোযোগ দেয়। শাকিবকে আগামীতে দুইটা সিনেমায় নেওয়ার পরিকল্পনা আছে। যদি ওর শিডিউল থাকে।’

সব মিলিয়ে ডিপজল প্রযোজিত ২০টির বেশি ছবিতে অভিনয় করেন শাকিব। মাঝখানে দীর্ঘদিন ধরে এক সিনেমায় দেখা যায়নি শাকিব-ডিপজল জুটিকে। দীর্ঘ বিরতির ভেঙে আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছেন ডিপজল।

এর আগে এক সাক্ষাৎকারে ডিপজল বলেছিলেন, ‘শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার।’

Related posts

‘এশিয়া কাপ, বিশ্বকাপের জন্য আফগানিস্তান সিরিজের চেয়ে ভালো প্রস্তুতি আর হয় না’

Megh Bristy

তাহলে শ্রাবন্তীকে ভুলে নতুন প্রেমিকার সঙ্গে অভিরূপ

Mehedi Hasan

ক্যারিয়ার নিয়ে অনেক স্বপ্ন কার্তিকের

Suborna Islam

Leave a Comment