স্বাস্থ্য

বাঁচতে চায় মীম

বাঁচতে চায় মীম
কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন শেষ করে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার একজন যোদ্ধা হতে চাওয়া মীম নামের মেয়েটি বিগত তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে আসছে। এ পর্যন্ত দুবার তার ব্রেন সার্জারি হয়েছে। কিন্তু,  কোনোবারই তা সফল হয়নি।

মাকলুবা জাহান মীম ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মিমকে দ্রুত ভারতে অথবা অন্য কোনো দেশে যেখানে প্রোটন থেরাপির ব্যবস্থা আছে সেখানে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা শুরু না করলে হয়তো তিনি আর আমাদের মাঝে থাকবে না। তাকে বাঁচাতে করতে হবে সার্জারিও। এতে আনুমানিক এক কোটি টাকার প্রয়োজন।

টাঙ্গাইলের মধুপুর মাস্টারপাড়ার মো. মিজানুর রহমান ও জাহানারা বিউটির মেয়ে মীম। দীর্ঘ তিন বছর থেকে মেয়ের চিকিৎসা চালাতে গিয়ে মীমের বাবা মা প্রায় নিঃস্ব। এমতাবস্থায় মীমকে বাঁচাতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে সকল শ্রেণির সহযোগিতায় আবারও হাসবে মীম।

সাহায্য পাঠানোর ঠিকানা-

মো. মিজানুর রহমান (মীমের বাবা)

০১৭৮৭৮১৮২৫৯

বিকাশ নম্বর

০১৭০৪২৪১৯৮৩

নগদ নম্বর:

০১৫৭১৩৯১৩১৪

ব্যাংক একাউন্ট-

মো. মিজানুর রহমান

A/C 6018634007248

সোনালি ব্যাংক, মধুপুর, টাংগাইল।

ব্যাংক একাউন্ট-

সানিয়া রহমান

1711510126083

ডাচ বাংলা ব্যাংক,

সাতমসজিদ রোড ব্রাঞ্চ, ঢাকা

Related posts

সিজারিয়ান করান সবচেয়ে বেশি শিক্ষিতরাই,এর প্রভাব খুলনা অঞ্চলে বেশি

Asma Akter

হিট স্ট্রোক যখন তখন হতে পারে, এই গরমে, জানুন তার লক্ষণ

Asma Akter

তুলসীপাতা বেশি খাওয়ার অপকারিতা গুলো জেনে নিন

Suborna Islam

Leave a Comment