বাংলাদেশে

বান্দরবানের সাইংপ্রা ঝর্ণা দেখতে গিয়ে একজনের মৃত্যু

বান্দরবানের আলীকদমে সাইংপ্রা ঝর্ণা দেখতে গিয়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি (২৬) নামের এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। তার বাড়ি রাজধানী ঢাকায়।

র‌বিবার (১৩ আগস্ট) বিষ‌য়টি নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১১ আগস্ট)  স্থানীয় গাইডের সহযোগিতা ঢাকা হতে ২১ সদস্যে বিশিষ্ট পর্যটক দল নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা ভ্রমণে যান। বৈরী আবহাওয়ার কারণে সেখানে তারা আটকে পড়ে। গত শনিবার (১২ আগস্ট) বিকা‌লে হঠাৎ অসাবধানতা বসত পাহাড় হতে নিচে পড়ে গিয়ে মাথা প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে মোহাম্মদ রাফি নামের এ পর্যটক মারা যান। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাকলিয়া উপজেলায়।

এ বিষ‌য়ে মু‌ঠো‌ফো‌নে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকা। পাশাপাশি রাত বেশি হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন থাকার কারণে উদ্ধারকারী দল রাতে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করার কার্যক্রম চলছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান ব‌লেন, ‘আলীকদমের দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। বাকিরা সবাই নিরাপদে আছেন বলে খবর পেয়েছি। লাশটি আলীকদম সদরে নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।

Related posts

ভূমিকম্পের সময় কি কি করণীয়

Samar Khan

মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ

Megh Bristy

রহিমার নাম হয়ে গেছে ‘ঝালমুড়ি দাদি’

Rishita Rupa

Leave a Comment