স্বাস্থ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯০৫

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে।

এ ছাড়া, নতুন করে হাসপাতালে আরো দুই হাজার ৯০৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার  ১০৪২ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৬৩ জন।

রবিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার ৪২ হাজার ৭৪৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন।

এ ছাড়া, হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরের ৩৭ হাজার ১৭৬ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

Related posts

চা পানের অভ্যাস হতে পারে মারাত্মক

Asma Akter

নিপাহ ভাইরাসের থাবা দেখা দিল, কলকাতায়

Asma Akter

এই গরমে সারাদিনে কমপক্ষে ১০-১২ গ্লাস তরল পান করুন।

Asma Akter

Leave a Comment