ঢাকাঢাকার খবরবাংলাদেশেস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১১জন নিহত , হাসপাতালে নতুন ভর্তি ২৯৪৪

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪১ জনের মৃত্যু হলো। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১১ দিনে এডিস মশাবাহিত এ রোগে মৃত্যু হলো ১৪৮ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় সাতজন ও ঢাকার বাইরে চারজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৯৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ৯৭৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৭২ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮ হাজার ২৬ ও ঢাকার বাইরে ৮৩ হাজার ২৪৬ জন রয়েছেন।

Related posts

সেচের পানির জন্য কৃষকের বিষপানে আত্মহত্যার চেষ্টা

Rishita Rupa

ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষ, নারীসহ নিহত ৩

Suborna Islam

সুরাইয়া আপা,নারী খেলোয়াড় গড়ার কারিগর

Asma Akter

Leave a Comment