সর্বশেষ

বুদ্ধিমান পাখিরা বেশি ডাকাডাকি করে

‘অশ্রু দিয়ে লেখা’ বাংলা সিনেমায় সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন, ‘ও পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না।/যখন তখন করে জ্বালাতন, ভালো লাগে না।’ পাখির ডাকে বিরক্ত হয়ে এমনটা গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। সেই ডাকাডাকি নিয়ে গবেষণা করছেন গবেষকেরা। তাঁরা জানাচ্ছেন, যে পাখির ডাক যত জটিল, সেই পাখি তত ভালো সমস্যার সমাধান করতে পারে।

প্রায় ২০০ পাখির ওপরে পরীক্ষা চালিয়ে এমন তথ্য প্রকাশ করেছেন গবেষকেরা। এই তালিকায় সবার শীর্ষে আছে টাফট টিটমাউজ নামের পাখি, যা ৬৩ ধরনের শব্দে ডাকডাকি করতে পারে। এই পাখি দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়, অনেকটা আমাদের দেশের চড়ুই পাখির মতো দেখতে। ডাকের সঙ্গে বুদ্ধিমত্তার সম্পর্ক আছে বলে প্রকাশিত তথ্যে জানা যাচ্ছে।

ইংরেজি ভাষাভাষীর দুনিয়ায় বোকা বা সরল ব্যক্তিদের ‘বার্ড ব্রেইন’ আছে বলে কটাক্ষ করা হয়। পাখির মাথার আকার ছোট বলে সেখানে মস্তিষ্ক ছোট, সেই পরিপ্রেক্ষিতে বার্ড ব্রেইন বলা হয় বোকাদের।

 

পাখিদের বুদ্ধিমত্তা নিয়ে নতুন এক গবেষণা প্রচলিত ধারণাকে পাল্টে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির রকফেলার বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী জ্যাঁ-নিকোলাস অডেট ও তাঁর দল পাখির নতুন শব্দ শেখা ও কগনিটিভ বা জ্ঞানীয় দক্ষতা নিয়ে গবেষণা করেন। পাখিরা শুধু কলকাকলি করে না, নতুন শব্দ শিখতে পারে। নতুন যোগাযোগের উপায়ও অনেক পাখি বের করতে পারে।

আমরা শহরে যেসব পাখি বেশি দেখি, সেসবের মধ্যে কাক ও টিয়াকে বেশি বুদ্ধিমান মনে করা হয়। গবেষকেরা জানাচ্ছেন, শুধু ভালো ডাকলে বুদ্ধিমান পাখি হওয়া যায় না। নতুন গবেষণা অনুসারে বলা হচ্ছে, বুদ্ধিমান হলেই ভালো ডাকাডাকি করতে পারে পাখিরা। এই গবেষণায় ২৩ প্রজাতির প্রায় ২১৪টি পাখিকে গভীর পর্যবেক্ষণ করে তাদের সমস্যা সমাধানের কৌশল বিশ্লেষণ করা হয়েছে।

Related posts

নিউইয়র্ক সিটি: আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে

Megh Bristy

‘কল্পনার জগতে প্রতিদিন পুরুষের সঙ্গে প্রেম করতেন ওবামা’

Rubaiya Tasnim

বাংলাদেশী মডেল তোরসা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের গৌরব অর্জন করলেন

Megh Bristy

Leave a Comment