চাকরির খবরসর্বশেষ

সুযোগ দিচ্ছে নৌবাহিনী ক্যারিয়ার গড়ার, থাকতে হবে এসএসসি পাস

বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৪ ব্যাচে ‘নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: এ-২০২৪ ব্যাচ
পদের নাম: নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)

শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউেনিকেশন অ্যান্ড টেকনিক্যাল), পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল), বিজ্ঞান বিভাগে জিপিও ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শাখার নাম: মেডিকেল, পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: জীব বিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান- জিপিএ ৩.৫০ ন্যূনতম।

শাখার নাম: পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), (পুরুষ) এবং রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: পেট্রোলম্যান, রাইটার, স্টোর এবং এমওডিসি (নৌ) এর ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল)- জিপিও ৩ (ন্যূনতম) । কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল)- জিপিও ২.৫০ (ন্যূনতম)।

শাখার নাম: টোপাস (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

শারীরিক যোগ্যতা
jagonews24

বয়স: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে নাবিক ও মহিলা নাবিক ১৭-২০ বছর। এমওডিসি (নৌ) ১৭-২২ বছর।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)

আবেদনের নিয়ম: আগ্রহীরা joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০ টাকা

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন
jagonews24

আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৩

Related posts

বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ধানমন্ডি সোসাইটি

Megh Bristy

জেনে নিন কুমড়া বড়ি বানানোর রেসিপি

Asma Akter

পাল্টাপাল্টি হামলা দিয়ে নতুন বছর শুরু করল রাশিয়া ও ইউক্রেন

Megh Bristy

Leave a Comment