বিশেষ সংবাদসর্বশেষ

নগদে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় খেলা।

নগদে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় খেলা। এখন নগদ থেকে যেকোন মোবাইল নাম্বারে, কমপক্ষে ৫০ টাকা রিচার্জ করলেই থাকছে সপ্তাহে সপ্তাহে গাড়ি। এছাড়া iPhone 15, বিশ্বকাপ টিকেট সহ জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার।

১। আপনি নির্দিষ্ট মোবাইল অপারেটরে (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক) ৫০ টাকা বা তার বেশি নগদ-এর মাধ্যমে রিচার্জ করে, প্রতি সপ্তাহে পেতে পারেন আকর্ষণীয় গিফট জেতার বিশাল সুযোগ

২। এই ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করতে শুধুমাত্র নির্দিষ্ট মোবাইল অপারেটরে কমপক্ষে ৫০ টাকা নগদ অ্যাপ (App) বা ইউএসএসডি (USSD) অর্থাৎ *167# ডায়ালের মাধ্যমে অথবা MYGP, MYROBI, MYAIRTEL, MYBL, MYTELETALK-এ নগদ ই-কম-এর মাধ্যমে রিচার্জ করতে হবে

৩। এই ক্যাম্পেইনটি নির্ধারিত মোবাইল অপারেটরের অধীনে প্রিপেইড, পোস্টপেইড এবং স্কিটো (লিমিটেড নাম্বার ব্যাতিত) নাম্বারের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ/ডেনোতে ক্যাশব্যাক অফার, প্রতিটি মোবাইল অপারেটরের নিজস্ব ক্যাম্পেইন নীতিমালা অনুযায়ী চলমান থাকবে

৪। এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ সাপেক্ষে এবং নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী মনোনীত করা হবে। এক্ষেত্রে-

ক)  গাড়ি বা আকর্ষণীয় গিফটের জন্য মনোনীত হলে, আপনাকে এক (১) কর্মদিবসের মধ্যে এসএমএস (SMS) অথবা নগদ কাস্টমার সার্ভিস প্রতিনিধির মাধ্যমে আউট-বাউন্ড কল (সর্বোচ্চ ৩ বার) করে জানানো হবে এবং গিফটটি গ্রহণের জন্য নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে এবং স্থানে উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে কোনো কারণে কল রিসিভ অথবা নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় ও স্থানে উপস্থিত হতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনি আর এই ক্যাম্পেইনের আওতাভুক্ত আকর্ষণীয় গিফটের বিজয়ী হিসেবে গণ্য হবেন না এবং এর জন্য আর নগদ দায়ী থাকবে না এবং সম্পূর্ণ ক্যাম্পেইন মেয়াদে কেবল একবারই মেগা গিফট জেতার সুযোগ থাকবে

খ) এই ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ করে সম্পূর্ণ ক্যাম্পেইন চলাকালীন একজন বিজয়ী প্রতি সপ্তাহে গাড়ি বা আকর্ষণীয় নানা গিফট জেতার সুযোগ পাবেন

৫। যদি কোনো বিজয়ী এই ক্যাম্পেইনের শর্তাবলি পরিপালনে ব্যর্থ হন, তবে তাকে পুরস্কারটির অযোগ্য বলে বিবেচনা করা হবে

৬। নির্ধারিত মোবাইল অপারেটর এই অফারের অধীনে সকল তথ্য, রিচার্জ, প্যাকেজ ও সংশ্লিষ্ট কাস্টমার সেবা প্রদানের জন্য দায়বদ্ধ থাকবে। এই ক্যাম্পেইনের আওতাভুক্ত বিজয়ী নির্বাচন, গিফটসমূহ ডেলিভারি এবং পেমেন্ট পরিষেবার দায়ভার নগদ-এর উপর থাকবে

৭। উপহার আইটেম ডেলিভারির/হস্তান্তরের পরে কোনো সমস্যা দেখা দিলে, বিজয়ী সরাসরি পণ্যের প্রস্তুতকারক বা সরবরাহকারীর সাথে যোগাযোগ করবেন। উপহার সামগ্রীর গুণগত মান বা সেবার বিষয়ে নগদ কোনো প্রকার দায়িত্ব নেবে না

৮। আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর টিকিট পর্যাপ্ততা ও প্রাপ্যতা সাপেক্ষে শ্রেণি এবং ধরন ভিন্ন হতে পারে। এক্ষেত্রে শুধু সেই টিকেট ব্যতীত ভিসা পদ্ধতি, বাসস্থান, ফ্লাইটের টিকেট, খাবার বা অন্য কোনো সুযোগ-সুবিধার বিষয়ে নগদ কোনো দায়িত্ব নেবে না

৯। ক্যাম্পেইনের আওতাভুক্ত গিফট সমূহ পাওয়ার জন্য কেউ অসদুপায় অবলম্বন করলে অথবা সন্দেহজনক লেনদেন পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এই ক্যাম্পেইনের জন্য অযোগ্য বলে গণ্য করা হবে

১০। এই অফারটি ২৫ আগস্ট ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত চলবে

১১। এই অফারটি উপভোগ করতে হলে নগদ-এর একাউন্টটি অবশ্যই সচল (ফুল-প্রোফাইল) থাকতে হবে

১২। নগদ এই শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার অথবা কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে। এছাড়াও অপর্যাপ্ততার কারণে গিফট সমূহের ব্র্যান্ড, মডেল এবং রং ভিন্ন ভিন্ন হতে পারে।

১৩। এই অফার সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ নিতে পারবে এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে

নগদ ঘোষণা করে যে,

ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না

খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না

গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন

ঘ) এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ-এর এই ক্যাম্পেইনে একজন ব্যাক্তির সম্পূর্ণ সম্মতি সহ অংশগ্রহণ কেবল ঐ ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়

Related posts

হামা’স-সম্পর্কিত তথ্য অপসারণের জন্য পদক্ষেপ নিচ্ছে মেটা

Samar Khan

মওলানা ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকী আজ

Suborna Islam

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৪ ডিসেম্বর)

Suborna Islam

Leave a Comment