আন্তর্জাতিকবিশ্বসর্বশেষ

প্রাণ গেল ১০ নেপালি ছাত্রের : ইসরাইল-ফিলিস্তিন সংঘাত

হামাসের রকেট হামলায় ইসরাইলের বিভিন্ন শহরে থাকা নেপালের ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। নিজের পড়াশুনা ও পরিবারের ভরণপোষণের জন্য হামাসের হামলার শিকার ইসরাইলের শহরগুলোতে কাজ করত নেপালের এ শিক্ষার্থীরা।

প্রতিবেদনে ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) বরাত দিয়ে বলা হয়, ইসরাইল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষে ১০ নেপালি ছাত্রের মৃত্যু হয়েছে। ইসরাইলের নেপাল দূতাবাস এএনআইকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

হামাসের হামলায় কমপক্ষে ৭ নেপালি শিক্ষার্থী আহত এবং ১৭ নেপালি শিক্ষার্থী হামাসের হাতে বন্দি হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

পবিত্র আল-আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোর থেকে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস।
হামলায় প্রথমে ২৬ সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। তবে রোববার ইসরাইল সরকারের একটি সূত্র জানিয়েছে, হামলায় তাদের ৪৪ জন সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা পুলিশ, সীমান্তরক্ষী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন।
দ্য ডেইলি জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হামাসের হামলা শুরু হওয়ার পর কমপক্ষে ৭৫০ জন ইসরাইলি নিখোঁজ রয়েছেন।

এদিকে, ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার। 

Related posts

ভারতেও iQOO 12 চলে এল, দাম 52,999 টাকা

Rubaiya Tasnim

বলিউড নায়িকা কঙ্গনা স্পষ্টভাষী হওয়া তাকে সমালোচনায় পড়তে হয়

Asma Akter

২৪০ টাকায়ও বিক্রি হচ্ছে পেঁয়াজ রাজধানীর বাজা‌রে!

Megh Bristy

Leave a Comment