খেলাবিশ্বসর্বশেষসারাদেশ

ভারত-পাকিস্তান ম্যাচের দর্শকসংখ্যায় বিশ্বরেকর্ড : ডিজনি প্লাস হটস্টারের দাবি

তুমুল উত্তেজনায় ঠাসা ভারত-পাকিস্তান ম্যাচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। যদিও সেভাবে ম্যাচটি জমেনি, একপেশে দাপট দেখিয়ে জয় পেয়েছে স্বাগিতকরা। বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে গ্যালারি ফাঁকা থাকলেও এদিন আহমেদাবাদ ছিল ভারতীয় দর্শকে পরিপূর্ণ। ভিসা না পাওয়ায় মাঠে পাকিস্তানি সমর্থকের সংখ্যা ছিল নগণ্য। তবে অনলাইনে ঠিকই সবার দেখার ‍সুযোগ ছিল হাইভোল্টেজ ম্যাচটি। যেখানে দর্শকসংখ্যায় পুরনো সব রেকর্ড ভেঙে দেওয়ার দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের ৫০ এবং মোহাম্মদ রিজওয়ানের ৪৯ রান ছাড়া বলার মতো কেউ রান করতে পারেননি। ফলে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় বাবরের দল। পরবর্তীতে রোহিত শর্মার ৮০ এবং শ্রেয়াস আইয়ারের ফিফটির সুবাদে ৩০ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

ডিজনি প্লাস হটস্টারের দাবি, ম্যাচটি একসঙ্গে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দেখেছেন। এর আগে অন্য কোনো ক্রিকেট ম্যাচে এত বেশি দর্শক হয়নি। ফলে দর্শকসংখ্যায় বিশ্বরেকর্ড গড়ার দাবি করেছে ওটিটি প্ল্যাটফর্মটি। এজন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ডিজনি প্লাস হটস্টার ইন্ডিয়ার প্রধান সাজিত শিবনন্দন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার। তারা বলছে, কী (ভারতের) দাপুটে পারফরম্যান্স! দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা, তারা আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড গড়েছে!

এর আগে সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাক ম্যাচে দর্শকসংখ্যা হয়েছিল সর্বোচ্চ ২.৮ কোটি। পরে টুর্নামেন্টের ফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচে দর্শকসংখ্যা উঠেছিল ২.১ কোটি পর্যন্ত। এর আগে আইপিএল চলাকালীন ধোনির ব্যাটিং দেখতে ২.২ কোটি দর্শক একসঙ্গে চোখ রেখেছিলেন জিওসিনেমায়। শনিবার রোহিতের ব্যাটিং সেই রেকর্ড স্বচ্ছন্দে ভেঙে দিল।

দর্শকদের পাশাপাশি এদিন মাঠে রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে তিনশ’টি ছয় মারার রেকর্ড খাতায় তিনি নিজের নাম তুলেছেন। বিশ্বকাপে রান তাড়া করার দিক থেকে অধিনায়ক হিসেবে ভারতের হয়ে সর্বাধিক রানের রেকর্ডও করেছেন রোহিত।

Related posts

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

Suborna Islam

এআই দিয়ে তৈরি ভিডিওতে লেবেল ইউটিউবের

Rubaiya Tasnim

ভারতীয় ক্রিকেট দলের হারে যা বললেন শাহরুখ খান

Megh Bristy

Leave a Comment