টেক নিউজসর্বশেষ

মোবাইল ফোনে স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করে যে ভুলটি করছে সবাই

নিজের শখের ফোনটির যত্নে মানুষ কত কিছু না করে। দামি কাভার, পিছনের বিভিন্ন ধরনের স্টিকার, ভালো মানের চার্জার-ক্যাবল। আবার স্ক্রিনে যাতে কোন দাগ না পড়ে যায় এ চিন্তায় অনেকেই ব্যবহার করছেন স্ক্রিন প্রটেক্টর।

তবে স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করতে গিয়ে শখের ফোনটি নষ্ট করে ফেলছেন না তো??

বর্তমানে বাজারে বেশ কয়েক ধরনের স্ক্রিন প্রটেক্টর পাওয়া যায়, যার মধ্যে অন্যতম টেম্পার্ট গ্লাস স্ক্রিন প্রটেক্টর, পলি, থার্মোপ্লাস্টিক, প্রাইভেসি স্ক্রিন প্রটেক্টর, এবং ইউভি প্রটেক্টর অন্যতম। যে স্ক্রিন প্রটেক্টরগুলোর মাঝে ইউভি প্রটেক্টররা সবচেয়ে জনপ্রিয়।

তবে এই ইউভি স্ক্রিন প্রটেক্টরই করতে পারে আপনার শখের মোবাইল ফোনটির বিশাল ক্ষতি।

প্রটেক্টর ব্যবহারে  ডিভাইসটির যেসকল সমস্যা হতে পারেঃ

• লিকুইড গ্লু ব্যবহৃত হওয়ায় তা আপনার ফোনের স্পিকারকে ড্যামেজ করতে পারে এই স্ক্রিন প্রটেক্টর।
• অতিরিক্ত আঠালো হওয়ায় প্রটেক্টর পরিবর্তন কিংবা রিমুভ করার সময় ডিভাইসের স্ক্রিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে।
• এটি আপনার ডিভাইসের পাওয়ার বাটন বা ভলিয়ম রকার নষ্ট করে দিতে পারে।
• UV প্রোটেক্টর এর গ্লু ডিভাইসের S Pen এ গিয়ে তা ড্যামেজ করে দিতে পারে।
• এছাড়াও এর গ্লু ডিভাইসের ইন্টারনাল অংশে গিয়ে যেকোনো ধরণের অনাকাঙ্খিত ক্ষতি সাধন করতে পারে।

উপরোক্ত কারণ ছাড়াও নানা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং আপনার স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে স্মার্টফোনে UV Protector ব্যবহার করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখতে UV Protector এর পরিবর্তে ব্যবহার করতে পারেন Poly Protector.

Related posts

নিউজিল্যান্ডের ২২৪ রানের জবাবে লড়াই শুরু করে পাকিস্তান

Asma Akter

আজকের নামাজের সময়সূচি: ৬ এপ্রিল ২০২৪

Asma Akter

এআই জন্ম দেবে নতুন এআই!

Suborna Islam

Leave a Comment